________________
দ্রুমপত্রক
১৪৯
বেইংদিয়কায়মইগও, উঙ্কোসং জীবব উ সংবসে। কালং সংখিজ্জসয়িং, সময়ং গােয়ম মা পমায় এ ॥১৩|| তেইংদিয়কায়মইগও, উকোসং জীবাে উ সংবসে। কালং সংখিজ্জসমিয়ং, সময়ং গােয়ম মা পমায় ॥১১| চউরিংদিয়কায়মইগও, উকোসং জীবাে উ সংবসে।
কালং সংখিজ্জসপ্লিয়ং, সময়ং গােয়ম মা পমায় ১২ জীবব উ (জীব ) বেইংদিয়কায়মইগও (দ্বীন্দ্রিয়কায়মতিগত = দুইটী ইন্দ্রিয়, স্পর্শ ও রসেন্দ্রিয়বিশিষ্ট যােনিতে গত) ( হইলে) উক্কোসং ( উৎকৃষ্টরূপে ) সংখিজ্জয়িং (সংখ্যাত সংজ্ঞিত=সংখ্যাত নামক) কালং ( কাল ) সংবসে ( অবস্থান করে ) গােয়ম ইত্যাদি পূর্ববৎ (জীব) তেইংদিয়কায়মইগও ( তীন্দ্রিয়কায়মতিগত=তিনটী ইন্দ্রিয় ; স্পর্শ, রস, ও ঘ্রাণেন্দ্রিয় বিশিষ্ট যােনিতে উৎপন্ন ) ইত্যাদি পূর্ববৎ (জীব ) চউরিংদিয়কায়মইগও (চতুরিন্দ্রিয়কায়মতিগত = চারিটী ইন্দ্রিয় ; স্পর্শ, রস, ঘ্রাণ ও দর্শনেন্দ্রিয়, বিশিষ্ট যােনিতে উৎপন্ন ) ইত্যাদি পূর্ববৎ ॥১২।
| জীব দ্বীন্দ্রিয় শ্রীন্দ্রিয় ও চতুরিন্দ্রিয় যােনিতে উৎপন্ন হইয়া যদি বারংবার সেই সেই যােনিতেই উৎপন্ন হইতে থাকে তবে সর্বোৎকৃষ্টরূপে সংখ্যাত বর্ষ পর্যন্ত সেই সেই যােনিতে অবস্থান করিবে। হে গৌতম ইত্যাদি ॥১০ | ১১|১২||
পংচংদিয়কায়মইগও, উঙ্কোসং জীবাে উ সংবসে।
সত্তঠভবগহণে, সময়ং গােয়ম মা পমায় ॥১৩। জীবাে উ (জীব) পংচিংদিয়কায়মইগও (পঞ্চেন্দ্রিয়কায়মতিগত =পাঁচটী ইন্দ্রিয়, স্পর্শ, রস, দর্শন ও শ্রবণেন্দ্রিয় বিশিষ্ট যােনিতে উৎপন্ন ) (হইলে )
১। বেংদিয়’ টীকা ১ ও ৪। ২। এই অধ্যয়নের পঞ্চম সূত্রের ৪ নং পাদটীকা দ্রষ্টব্য। ৩। তেংদিয়’ টীকা ১ ও ৪।
৪। পঞ্চেন্দ্রিয় জীব বলিলে মনুষ, দেব, নারক ও তির্যক জীবকে বুঝায়, কিন্তু পরবর্তী সূত্রে দেব ও নারকের বিষয় লিখিত হওয়ায় এইস্থলে কেবলমাত্র মনুষ্য ও তিষগুযােনিগত জীবকে বুঝাইতেছে।