________________
ক্রমপত্রক
যাহা ঝুলিতেছে ) ওসবিংদুএ ( কুয়াসার বিন্দু ) থোবং ( স্তোকং= অল্পকাল ) চিই ( থাকে ) এবং ( তদ্রূপ ) মনুয়াণ জীবিয়ং ( মনুষ্যের জীবন ) গোয় (হে গৌতম ইত্যাদি ১নং সূত্রবৎ ) ॥২॥
যেমন কুশের অগ্রভাগে স্থিত কুয়াসার বিন্দু অতি অল্পকাল মাত্ৰ থাকিয়া পতিত হয় তদ্রূপ মনুষ্যের জীবনও ক্ষণস্থায়ী । হে গৌতম ইহা জানিয়া অতি অল্পক্ষণের জন্যও প্রমাদগ্ৰস্ত হইবে না ॥২॥
ইই ইত্তরিয়ংমি আউএ, জীবিয়এ বহুপচ্চবায়ত্ৰ ৷
বিয়ুণাহি রয়ং পুরে' কড়ং, সময়ং গোয়ম মা পমায়এ ॥৩||
১৪৫
ইই ( অতএব ) ইত্তরিয়ংসি ( ইত্বর = অল্পক্ষণস্থায়ী ) আউএ ( আয়ুতে ) বহুপচ্চবায়ত্র ( বহুপ্রত্যবায়যুক্ত=বহুবিঘ্নযুক্ত ) জীবিয়এ ( জীবনে ) পুরেকড় ( পুরাকৃত-পূর্বে ক্বত) রয়ং ( রজ = কর্মমল ) বিয়ুণাহি ( বিধুনীহি = পৃথক্ কর=দূর কর ) সময়ং ( সময় মাত্রও ) হে গৌতম ইত্যাদি পূর্ববৎ ॥৩॥
অতএব অল্পকালস্থায়ী আয়ু ও বহু বিঘ্নসংকুল জীবনে পূর্বকৃত কমমল বিদূরিত কর ৷ হে গৌতম, সময়মাত্রও প্রমাদগ্রস্ত হইয়া থাকিবে না ৷৷৩৷
দুল্লহে খলু মানুসে ভবে, চিরকালেণ বি সব্বপাণিণং । গাঢ়া য় বিবাগ কম্মুণো, সময়ং গোয়ম মা পমায়এ ॥৪॥
খলু (নিশ্চয়ই) সব্বপাণিণং ( সর্বপ্রাণির পক্ষে) চিরকালেণ বি ( চিরকালেও= বহুকাল পরেও ) মানুসে ভবে ( মনুষ্যভব = মনুষ্যজন্ম ) দুল্লহেয় ( দুর্লভ ) ( কারণ ) কৰ্ম্মণো ( কর্মের ) বিবাগ ( বিপাক = ফল ) গাঢ়া (গাঢ়=কঠিন, যাহাকে প্রতিহত করিতে পারা যায় না ) হে গৌতম ইত্যাদি ॥৪॥
নিশ্চয়ই সকল প্রাণীর পক্ষে বহুকাল পরেও মনুষ্যজন্ম প্রাপ্ত হওয়া সুদুর্লভ। কারণ কর্মের ফল প্রতিহত করা অসম্ভব । অতএব হে গৌতম ইত্যাদি ॥৪॥
পুঢ়বিক্কায়মইগও, উক্কোসং৩ জীবো উ সংবসে। কালং সংখাঈয়ং', সময়ং গোয়ম মা পমায়এ ॥৫॥
জীবো উ ( জীব=প্রাণী ) পুঢ়বিক্কায়মইগও (পৃথ্বীকায়মতিগত=মৃত্তিকা যে জীবের শরীর তাহাকে পৃথ্বীকায় বলে এবং মরিয়া মরিয়া বারংবার মৃত্তিকা
১। ‘পুরাকড়ং' টাকা ৩।
২। “পৃথ্বী কঠিনরূপা সৈব কায়ঃ শরীরং পৃথ্বীকায় ওমতিশয়েন মৃত্বা স্বত্বা তদুৎপত্তিলক্ষণেন
১০