________________
কাপিলীয়ং
১১১ তাঈ (ত্ৰায়ী =আত্মত্ৰাণকারী ) ভিখু (ভিক্ষু ) হাবিহং (তথাবিধ = পূর্বোক্ত আসক্ত্যাদি কর্মবন্ধহেতু) সব্বং গংথং (সর্বগ্রন্থ =সর্ব পরিগ্রহ) (এবং) কলহং ( কলহ =ক্রোধ, মান, মায়া, লােভ ) বিপ্নজহে (পরিত্যাগ করিবে ) সব্বেসু ( সমস্ত ) কামজাএসু ( কামজাতে =কামভােগে, ইন্দ্রিয়বিষয়ে ) পাসমাণে (দেখিতে থাকিয়া) (ও) ন লিপ্লঈ ( লিপ্ত হয় না) ॥৪।। | আত্মরক্ষক সাধু কর্মবন্ধের হেতুরূপ সমস্ত পরিগ্রহ ও ক্রোধাদি কষায় পরিত্যাগ করিবে। সর্বপ্রকারের কামভােগকে দেখিতে থাকিয়াও তাহাতে লিপ্ত হইবে না ॥৪।
ভােগামিসদোসবিসর্গে, হিয়ণিসেয়সবুদ্ধি বােচ্চখে।
বালেয় মংদিএ মূঢ়ে, বঙ্খঈ মচ্ছিয়াব খেলংমি ॥৫|| ভােগামিসদোসবিসর্গে ( ভােগামিষদোষবিষগ্ন = অত্যন্ত ভােগাসক্ত ) হিয়ণিসসেয়সবুদ্ধি বােচ্চখে (হিনিঃশ্রেয়সবুদ্ধি বিপর্যন্ত=কল্যাণ ও মােক্ষমার্গ হইতে যাহার বুদ্ধি বিপরীত হইয়াছে) মংদিএ ( মন্দ =ধর্মকার্যে উদ্যমশূন্য ) য় (ও) মূঢ়ে (মূঢ়=মােহাকুলচিত্ত ) বালে (বাল =অজ্ঞান) (ব্যক্তি) খেলংমি (শ্লেষ্মতে) মচ্ছিয় ব ( মক্ষিকার ন্যায় ) বঙ্খঈ (বদ্ধ হয় ) |৫||
ভােগে অত্যন্ত আসক্ত, কল্যাণ ও মুক্তি মার্গের বিপরীতগামী বুদ্ধিসম্পন্ন, ধর্মকার্যে উদ্যমহীন ও মােহাকুলচিত্ত অজ্ঞান ব্যক্তি মক্ষিকা যেমন শ্লেষ্ময় বদ্ধ হয় ত প সংসারে ঘােরকর্মের দ্বারা বদ্ধ হয় ॥৫॥
দুপ্পরিচ্চয়া ইমে কামা, নাে সুজহা অধীর পুরিসেহিং।
অহ সন্তি সুব্বয়া সাহু, জে তরংতি অতরং বণিয়া ব ॥৬ ইমে (এই সকল ) কামা (কামভােগ = বিষয়াদি) দুঞ্জরিচ্চয়া (দুষ্পরিত্যাজ্য, যাহা অত্যন্ত কষ্টে পরিত্যাগ করা যায়) অধীরপুরিসেহিং (অধীর পুরুষের দ্বারা=হীনবীর্য পুরুষের দ্বারা) নাে সুজহা (সুত্যাজ্য নয় =সহজে পরিত্যাগ
১। “ভােগা এব গৃদ্ধিহেতুাদামিষং তদেব দোষে ভােগামিষদোষত্র বিষম্নো বিশেষেণ মগ্ন:” টীকা ২।
২। “হিতে পথ্যে নিঃশ্রেয়সে মোক্ষে বুদ্ধিস্তৎ প্রত্যুপায়বিষয়। মতিঃ সা বিপর্যস্ত বিপরীত যস্য স হিতনিঃশ্রেয়সবুদ্ধিবিপর্যস্ত” টীকা ২।
৩। “বিপথে’ টীকা ১। “বিবর্জখে’ টীকা ২। ৪। বণিয়াবয়ব্ব টীকা ১।