________________
১০ ৪
উত্তরাধ্যয়ন সূত্র (উৎপন্ন হয়) হু (যেহেতু) (তাহারা) কম্মসচ্চা (সত্যকর্মা =ফলপ্রসূকমবিশিষ্ট ) ॥২০
| যে সকল মনুষ্য বিবিধ প্রকারের শিক্ষার দ্বারা গৃহস্থােচিত সদাচারসম্পন্ন সেই সমস্ত প্রাণিগণ মনুষযােনিতে উৎপন্ন হয়। কারণ তাহাদের কর্ম ফলপ্রসূ অর্থাৎ সদাচারের দ্বারা সৎকর্ম উপার্জন করায় তাহার ফলস্বরূপ মনুষ্যযােনিতে উৎপন্ন হয় ॥২০ |
| ( দ্বিতীয় অর্থ )। জে (যে সমস্ত )•••••••••••••••( সেই) কম্মসচ্চা (কর্মাসক্ত ) পাণিপণা। ( প্রাণিগণ ) হু (নিশ্চয়ই ) মাণুসং যােণিং ( মনুষ্যযােনিতে) উবিংতি ( উৎপন্ন হয় ) ॥২ |
যে সকল মনুষ্য বিবিধ প্রকারের শিক্ষার দ্বারা গৃহস্থাচিত সদাচারসম্পন্ন সেই সমস্ত মনুষ্য কর্মাসক্ত হওয়ায় অর্থাৎ মনুষযােনিতে উৎপন্ন হইবার উপযুক্ত কর্ম বন্ধন লাভ করায় নিশ্চয়ই মনুষ্যযােনিতে উৎপন্ন হয় ॥২০
জেসিং তু বিউলা সিকৃথা, মূলিয়ং তে অইচ্ছিয়া।
সীলবন্তা সবিসেস, অদীণা জংতি দেবয়ং ॥২১|| তু (পরন্তু) জেসিং (যাহাদের) বিউল ( বিপুল = গৃহস্থ ও সাধুগণের ব্ৰতাচার সম্পন্ন বলিয়া বিপুল ) সি (শিক্ষা) তে (তাহারা) মূলিয়ং ( মূলধন = মূলধনরূপ মনুষ্যজন্ম ) অইচ্ছিয়া ( অতিক্রম করিয়া=উল্লঙ্ঘন করিয়া ) সীলবস্তা ( শীলবান্ =সদাচারযুক্ত) সবিসেসা ( সবিশেষ = বিশেষ প্রকারের অধিকাধিক গুণ যুক্ত) (ও) অদীণা ( অদীন= দীনতাশূন্য ) ( হইয়া) দেবয়ং (দেবত্ব ) জংতি (প্রাপ্ত হয় ) ॥২১।
আবার যাহাদের বিপুল শিক্ষা অর্থাৎ যাহারা গৃহস্থ ও সাধুগণের ব্রত উত্তমরূপে পালন করিয়াছে তাহারা মূলধনরূপ মনুষ্যজন্মকে উল্লঘন করিয়া শীলবা, বিশেষ প্রকারের অধিকাধিক গুণযুক্ত ও দীনতাশূন্য হইয়া দেবত্ব প্রাপ্ত হয় অর্থাৎ দেবযােনিতে উৎপন্ন হয় ॥২১।
এবমীণবং ভিখুং, অগারিং চ বিয়াণিয়া। কহ জিচ্চমেলিখং, জিচ্চমাণাে ন সংবিদে॥২২৷
১। “অইষ্টিয়া টীকা ১।