________________
এড়ক
১০১
জহা য় তিন্নি বণিয়া, মূলং ঘেত্তণ ণিগগয়া। এগােহথ লহএ লাভং এগগা মূলেণ আগও ১৪) এগে। মূলংপি হারিতা, আগও তথ বাণিও।
ববহারে উবমা এসা, এবং ধম্মে বিয়াণহ ॥১৫|| জহ। (যেমন ) তিন্নি ( তিনজন ) বণিয়া (বণিকগণ ) মূলং (মূলধন) ঘেণ ( গ্রহণ করিয়া) ণিগগয়া ( নির্গত হইল =ব্যবসায় করিতে বাহির হইল ) অখ (অত্র =এই তিন বণিকের মধ্যে ) এগে। (একজন) লাভং (লাভ) লহএ (প্রাপ্ত হইল =করিল ) এগো (অন্য একজন) মূলেণ (মূলধন লইয়াই ) আগও ( ফিরিয়া আসিল ) তথ (তন্মধ্যে ) এগাে (এক =তৃতীয়) বাণিও (বণি) মূলংপি ( মূলধনও) হারিতা (হারাইয়া) আগও (ফিরিয়া আসিল) ববহারে (ব্যবসায়ের পক্ষে ) এস (এই ) উবমা (উপমা ) (কথিত হইল) এবং (এইরূপ ) ধম্মে (ধর্ম বিষয়ে) (ও) বিয়াণহ ( জানিবে ) ॥১৪|১৫||
তিনজন বণিক মূলধন লইয়া নির্গত হয়। তন্মধ্যে একজন লাভসমেত ও দ্বিতীয় জন কেবলমাত্র মূলধনসহ ফিরিয়া আসিল, তৃতীয় বণিক মূলধন পর্যন্ত নষ্ট করিয়া ফিরিল । ব্যবসায়ের পক্ষে এই উপমা, ধর্ম বিষয়েও এইরূপ জানিবে ॥১৪|১৫||
মাণুসং ভবে মূলং, লাভে দেবগঈ ভবে।
মূলচ্ছেএণ জীবাণং, দরগতিরিক্খত্তণং ধুবং ॥১৬৷ মাণুসং (মানুষত্ব =মনুষ্যজীবন) মূলং (মূলধন) ভবে (হয়) দেবগঈ (দেবগতি=দেবলােকে জন্ম ) লাভা (লাভ= লাভতুল্য) ভবে (হয়) মূলচ্ছেএণ (মূলচ্ছেদের দ্বারা) জীবাণং (প্রাণিগণের) ণরগতিরিক্খত্তণং (নরকতির্যকত্ব =নরক ও তির্যগ যােনিতে জন্ম ) ধুবং ( ধ্রুব =নিশ্চয় ) (হয় ) ॥১৬ | মনুষ্যজন্মকে মূলধনস্বরূপ,দেবগতিকে লাভস্বরূপ এবং মূলােচ্ছেদ হইলে নরক ও তির্যগ গতি নিশ্চিত বলিয়া বিবেচনা করা হয়। (যে ব্যক্তি মূলধন লইয়াই ফিরিয়া আসিল তাহার অর্থ এই যে সে পরজন্মে পুনরায় মনুষ্যজন্ম প্রাপ্ত হইবে, যে লাভ সমেত ফিরিল সে বিশিষ্ট সুখসম্পন্ন দেবগতি প্রাপ্ত হইবে এবং যে মূলধন পর্যন্ত নষ্ট করিল তাহার পক্ষে নরক ও তির্য গতি নিশ্চিত।) ॥১৬
১। বিজাণহ’ টীকা ৩।