________________
৯৬
উত্তরাধ্যয়ন সুত্র হিংসে বালে মুসাবাঈ, অদ্ধাণংমি বিলােব। অগ্নদত্তহরে তেণে, মাঈ কংqহরে সঢ়ে ॥৫॥ ইথীবিষয়গিদ্ধে য়, মহারংভপরিগগহে। ভুংজমাণে সুরং মংসং, পরিবৃঢ়ে পরন্দমে ॥৬|| অয়করভােষ্ট্র য়, তুংডিলে * চিয়সােণি।
আয়ুয়ং ৬ ণরএ কংখে, জহাএসং ব এলএ ॥৭|| জহা (যেমন) এলএ (মেষশাবক) আএসং ব ( অতিথিকে ) ( অপেক্ষা করে তদ্রুপ) হিংসে ( হিংস্র = প্রাণিহত্যাকারী) বালে (মূখ) মুসাবাঈ (মৃষাবাদী) অদ্ধাণংমি বিলােবএ ( যাহারা পথে লুণ্ঠন করে= বাটপার, রাহাজান) অগ্রদত্তহার ( অন্যাদৱহর = গ্রন্থিচ্ছেদের দ্বারা অপহরণকারক, গাঁটকাটা) তেণে (স্তেন = চোর ) মাঈ ( মায়ী =বঞ্চক ) কংহার ( কাহার দ্রব্য চুরি করিব এইরূপ অধ্যবসায়যুক্ত) সঢ়ে (শঠ) ইখীবিসয়গিদ্ধে (স্ত্রীবিষয়গৃদ্ধ ) মহারম্ভ পরিগহে (মহারম্ভী ও মহাপরিগ্রহী = প্রাণিবধাদি হিংসাত্মক কার্যে রত ও ধনধান্যাদি সঞ্চয়ে অত্যাসক্ত) সুরং মংসং ভুংজমাণে (মদ্য, মাংস ভােজনকারী ) পরিবুঢ়ে (হলদেহ ও শক্তিশালী ) পরংদমে (পরন্দম =পরপীড়ক) অয়কর ভােঙ্গ (অজকর্করভােজী =করকর করিয়া ছাগমাংসভােজী) তুংডিলে (স্থলােদর) য় (এবং) চিয়সােণি ( চিতশােণিত =যাহার রক্ত অত্যন্ত বৃদ্ধি পাইয়াছে ) (ব্যক্তি) পরএ (নরকে) আউয়ং (আয়ু =জীবন) কংখে ( আকাঙ্ক্ষা করে) ৫||৬|| ৭||
যেমন পূর্বোক্ত মেষশাবক অতিথির জন্য অপেক্ষা করে তদ্রপ হিংস্র, মুখ, মৃষাবাদী, বাটপার, গাঁটকাটা, চোর, প্রবঞ্চক, নিয়ত চুরি করিবার অধ্যবসায়শীল (হেঁচকা চোর ), শঠ, কামাসক্ত, মহারম্ভী, মহাপরিগ্রহী, মদ্যমাংসভােজী,
১। “অতৈরদত্তং হরতীত্যঙ্গদত্তহরো গ্রন্থিচ্ছেদাদিন। সর্বা পহারকঃ” টীকা ২। ২। “কহ্নহেরে’ টীকা ৩। কন্স হরে’ টীকা ১।
৩। “অজস্য ছাগ কর্করমতিপক্কং মাংসং যচ্চনকব ভক্ষ্যমাণং কর্করায়তে তদ্ভোজী” টীকা ২; “অজস্য ছাগাদেঃ কর্কর মতিভ্রষ্টং যচ্চনকব ভুজ্যমানং কর্করায়তে তন্মেদো দস্তুরং পকং শূলাকৃতং মংসং তদভুঙক্তে ইত্যেবংশীলােহজকর্করভােজী” টীকা ১।
৪। তুংদিলে’ টীকা ৩; ‘তুংদিল্লে’ টীকা ১। ৫। লােহিএ’ টীকা ১, ৩ ও ৪ | ৬। আয়ুএ’ টীকা ২।