________________
বীর স্তুতি গণেশ লালওয়ানী
পৰ্বতে যেমন সুমেক শ্রেষ্ঠ বৃক্ষে শাল্মলি বৃক্ষ, বনে নন্দন বন ' জ্ঞানে ও চবিত্রে তেমনি ভগবান মহাবীব শ্রেষ্ঠ।
ধবনিতে যেমন মেঘমন্ত্র শ্রেষ্ঠ, নক্ষত্র শশাঙ্ক, সৌবভে চন্দন বাস, মুনিদেব মধ্যে তেমনি ভগবান মহাবীব শ্রেষ্ঠ।
সমুদ্রে যেমন স্বীযম্ভ, বমণ শ্রেষ্ঠ, নাগে ধবনেন্দ্র, বসে ইক্ষুবস, তপস্বীদের মধ্যে। তেমনি ভগবান মহাবীব শ্রেষ্ঠ।
হস্তীতে যেমন ঐবাবত শ্রেষ্ঠ বনচবে সিংহ, জলে গঙ্গোদক, পক্ষীতে বেনুদেব গরুড, নির্বানবাদীদের মধ্যে তেমনি ভগবান মহাবীব শ্রেষ্ঠ।
যােদ্ধায যেমন বিশ্বসেন শ্রেষ্ঠ, ফুলে তাববিন্দ, ক্ষত্রিয়ে দানবাক্য, ঋষিদের মধ্যে তেমনি ভগবান মহাবীব শ্রেষ্ঠ