SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 58
Loading...
Download File
Download File
Page Text
________________ 1/ বা পশ্চাৎ সংযোজিত আগমগ্ৰন্থ ৷ প্রথমানুযোগ গ্ৰন্থমালায় আছে বহুবিধ পুরাণগ্রন্থ ৷ অধিকাংশই হিন্দু সাহিত্যের বিকৃতি । পদ্মপুরাণ ( রামায়ণ ), হরিবংশ ( বৃষ্ণিবংশ বা মহাভারত ), ত্রিষষ্টি লক্ষণপুরাণ ( ৬৩ জন মহাপুরুষের পুণ্যকাহিনী )' মহাপুরাণ, উত্তরপুরাণ । করণানুযোগ গ্রন্থমালায় আছে সূর্যপন্নত্তি, চন্দ্রপন্নত্তি ও জয়ধবলা ৷ দ্রব্যানুযোগ গ্রন্থমালায় আছে দার্শনিক তত্ত্বসমূহের বিবরণ। কুন্দকুন্দ রচিত দর্শনগ্রন্থ, উমাস্বাতিরচিত তত্ত্বার্থাধিগমসূত্র এবং সমস্তভদ্রকৃত আপ্তমীমাংসা ৷ চরণানুযোগ গ্রন্থমালায় আছে আচারগ্রন্থ ৷ বট্টকের প্রণীত মূলাচার ও ত্রিবর্ণাচার এবং সমস্তভদ্রকৃত রত্নকরও শ্রাবকাচার ৷ আগম-বহির্ভূ ত জৈনসাহিত্য ভাষাঃ জৈন আগম সাহিত্যের ভাষা সাধারণতঃ অর্ধ - মাগধী (বা হেমচন্দ্রমতে ‘আর্য’ ) ভাষা বলিয়া পরিচিত। কিন্তু আগম-বহির্ভূত জৈনসাহিত্য নানা ভাষায় লেখা : (১) সংস্কৃত, (২) প্রাকৃত, (৩) অপভ্রংশ প্রাকৃত, (৪) গুজরাটী, (৫) কন্নড় ও (৬) হিন্দী। যদিও জৈন সাহিত্যের ভাষা সাধারণভাবে প্রাকৃত ভাষা এবং প্রদেশ বিশেষের কথ্য প্রাকৃত ভাষা, তথাপি খ্রীষ্টীয় ৪র্থ শতক হইতে পরবর্তী যুগের সাহিত্যে অথবা তৎপূর্ববর্তী যুগের দর্শনসাহিত্যে অনেকেই সংস্কৃত ব্যবহার করিয়াছেন। টীকা রচনায় ( অতি প্রাচীন টীকাকার ভিন্ন ) প্রায় সকলেই সংস্কৃত ব্যবহার করিয়াছেন। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy