________________
জিনচরিত্র
১৬৯ [ জ্বলন্ত অগ্নি-] শিখা। ওগাে দেবানুপ্রিয়! এই সব উদার••••• যাবৎ চতুর্দশ মহাস্বপ্নে কি কি কল্যাণকর ফল সূচনা করিতেছে?” তারপর সেই সমুদ্রবিজয় রাজা শিবা দেবীর নিকট এই কথা শুনিয়া ও বুঝিয়া হৃষ্টচিত্ত,••• ••[ বৃষ্টি-] ধারাহত কদম্ববৎ সমুজ্জ্বসিত-লােমকুপ হইয়া স্বপ্নগুলি অবধারণ করিলেন। করিয়া [ ঐ বিষয়ে ] চিন্তামগ্ন হইলেন। তারপর আপনার স্বাভাবিক বুদ্ধি ও বিচারশক্তি প্রভাবে ঐ সব স্বপ্নের অর্থ নির্ণয় করিলেন। করিয়া শিবা দেবীকে এইরূপ বলিলেন। “উদার স্বপ্ন তুমি দেখিয়াছ দেবানুপ্রিয়ে! নিশ্চয়ই কল্যাণকর, শুভ, যন্ত, মঙ্গলাকর, আবােগ্য, তুষ্টি, দীর্ঘায়ু ও অশেষ সৌভাগ্যের সূচক তােমার এই স্বপ্নগুলি। ওগগা দেবানুপ্রিয়ে ! অর্থলাভ, ভােগলাভ, ও পুত্রলাভ [ সূচিত হইতেছে ]। ওগাে দেবানুপিয়ে ! আজ হইতে পূর্ণ নয় মাস ও সাড়ে সাত রাত্রিদিন গত হইলে তুমি সুকুমার হস্ত-পদবিশিষ্ট, ত্রুটিহীন তীক্ষ্ণপঞ্চেন্দ্রিয়, সুগঠিতদেহ, চতুল্য সৌম্যদর্শন, কমনীয়, প্রিয়দর্শন ও রূপবান পুত্র প্রসব করিবে। সে শুভলক্ষণ ও শুভব্যঞ্জক গুণেপেত এবং আয়তনে, উচ্চতায় ও মাপে প্রত্যঙ্গ-পরিপূর্ণ-দেহ, সুজাত ও সুন্দরাঙ্গ হইবে। তারপর সেই বালকের বাল্য ( অর্থাৎ সাত বৎসর বয়স) গত হইলে সে [ ধীরে ধীরে বয়ােজ ] জ্ঞান ও [ সর্বাঙ্গের ] মাত্রায় পরিণত যৌবন লাভ করিবে। তখন সে ঋগবেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ এবং তৎসহ পঞ্চম স্থানীয় ইতিহাস ও ষষ্ঠ স্থানীয় নির্ঘণ্ট, তাহাদের অল, উপাঙ্গ এবং রহস্য, এই সমস্ত গ্রন্থের সার অবগত হইবে, পারদর্শী হইবে এবং [ সকল গ্রন্থের তন্ত্র - ] ধারক হইবে। সে [ কপিলীয় ] ষষ্টিতন্ত্রে
O.. 93–22
।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org