________________
পরিশিষ্ট গ
১৭১ সূত্রের অংশ অরহ অরিষ্টনেমি ত্রি-জ্ঞানােপেত ছিলেন। ‘চ্যুত হইব’ ইহা জানিতেন,‘চ্যুত হইতেছি’ ইহা জানিতেন না,‘চ্যুত হইয়াছি’ ইহা জানিতেন। যে রজনীতে অরহা অরিষ্টনেমি শিব দেবীর কুক্ষিতে গর্তরূপে প্রবেশ করেন, সেই রজনীতে সেই শিব দেবী শয্যায় শুইয়া অৰ্দ্ধ সুপ্ত অর্থ জাগরিত অবস্থায় ঘুমাইতে ঘুমাইতে এই উদার, কল্যাণ, শিব, ধন্য, মাঙ্গল্য, সশ্ৰীক চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠেন। সেগুলি এই : গজ, বৃষভ, সিংহ, অভিষেক, [ পুষ্প- ] দাম, শশী, দিবাকর, ধ্বজ, কুম্ভ, পদ্ম-সােবর, সাগর, বিমান-ভবন, রত্নেশ্চয় এবং [ জ্বলন্ত অগ্নি ] শিখা। তারপর শিব দেবী সেই সব স্বপ্ন দেখিলেন। সেই সব স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিয়া হৃষ্ট-তুষ্ট-চিত্তা, আনন্দিতা, প্রতিমন, পরমসৌমন-সম্পন্না, হর্ষবশে প্রসারিত-হৃদয়া, [ বৃষ্টি-] ধারাহত-কদম্ববৎ উচ্ছসিত-লােমকূপা হইয়া স্বপ্নগুলি অবধারণ করিলেন। করিয়া শয্যা হইতে উঠিলেন। উঠিয়া অত্বরিত, অচপল, অবিলম্বিত রাজহংসতুল্য গতিতে যেখানে সমুদ্রবিজয় রাজা ছিলেন সেইখানে উপস্থিত হইলেন। হইয়া সমুদ্রবিজয় রাজাকে ‘জয় হউক’, ‘বিজয় হউক” বলিয়া সম্বর্ধনা করিলেন। তারপর আশ্বস্ত ও বিশ্বস্তভাবে ভদ্রাসনে সুখাসীন হইয়া করতলে বদ্ধ অঞ্জলির দশ নখ মাথায় ঠেকাইয়া এই কথা বলিলেন। “ওগাে দেবানুপ্রিয়! আজ আমি শয্যায় অর্ধ-সুপ্ত অধ-জাগরিত অবস্থায় ঘুমাইতে ঘুমাইতে এই সকল উদার, কল্যাণ, শিব, ধন্য, মাঙ্গল্য, সশ্ৰীক চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠি। সেগুলি এই : গজ••••••্যাবৎ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org