________________
জিনচরিত্র
১৩৫ কি কি বিশেষ কল্যাণকর ফলপ্রাপ্তি হইবে ?” তারপর সেই অশ্বসেন রাজা বামা দেবীর নিকটে এই কথা শুনিয়া ও বুঝিয়া হৃষ্টতুষ্ট•••যাবৎ ধারাহত কদম্ববৎ সমুচ্ছসিত-লােমকূপ হইয়া স্বপ্নাবধারণ করিলেন। তারপর চিন্তামগ্ন হইলেন। হইয়া আপন স্বাভাবিক বুদ্ধি ও বিচারশক্তি প্রভাবে এই সকল স্বপ্নের সূচিতাৰ্থ নির্ণয় করিলেন। করিয়া বামা দেবীকে এইরূপ বলিলেন। “উদার স্বপ্ন তুমি দেখিয়াছ, দেবানুপ্রিমে! কল্যাণকর স্বপ্নই তুমি দেখিয়াছ, দেবানুপ্রিয়ে ! এইভাবে নিশ্চয়ই শুভ, ধন্য, মঙ্গলাকর, শোভন, আরােগ্য-তুষ্টি-দীর্ঘায়ু মঙ্গলকারক তােমার দেখা এই স্বপ্নগুলি, দেবানুপ্রিয়ে ! অর্থলাভ, দেবানুপ্রিয়ে ! ভােগলাভ, দেবানুপ্রিয়ে। পুত্রলাভ, দেবানুপ্রিয়ে ! সৌখ্যলাভ, দেবানুপ্রিয়ে। রাজ্যলাভ, দেবানুপ্রিয়ে ! আজ হইতে পূর্ণ নয় মাস ও সাড়ে সাত রাত্রি-দিন গত হইলে তুমি, দেবানুপ্রিয়ে ! আমাদের কুলকেতু...যাবৎ প্রিয়দর্শন পুত্রসন্তান প্রসব করিবে। সেই বালক বাল্য গত হইলে••• যাবৎ রাজ্যপতি রাজা হইবে।” সুতরাং উদার স্বপ্ন তুমি দেখিয়াছ••• যাবৎ দুইবার, তিনবার বুঝাইলেন। তারপর সেই বামা দেবী অশ্বসেন রাজার নিকট এই কথা শুনিয়া ও বুঝিয়া•••্যাবৎ অঞ্জলির দশনখ মাথায় ঠেকাইয়া এইরূপ বলিলেন। “একথা যথার্থ, স্বামি! একথা অবিথ, স্বামি! একথা অসন্দিগ্ধ, স্বামি! ইহাই ঈপ্সিত, স্বামি! ইহাই প্রত্যতীতি, স্বামি ! ইহাই ঈপ্সিতব্য ও প্রতীর্পিতব্য, স্বামি! যেভাবে তুমি বলিলে, তাহাই ইহার নিশ্চিত সত্য অর্থ।” এই বলিয়া সেই স্বপ্নগুলি বরণ করিয়া লইলেন। লইয়া রাজা অশ্বসেনের অনুমতি লইয়া নানা-মণি-রত্ন-খচিত চিত্ৰশোভিত ভদ্রাসন হইতে উঠিলেন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org