________________
( ১১৬ )
সালিংগণবট্টিয়া —সালিঙ্গন-বর্তিকা। শরীর-প্রমাণ দীর্ঘ উপাধান ।
পাশবালিস । ৩২
সালিসয়—সাদৃশক । ৩২
সাবইজ্জ—স্বাপতেয় । সার সম্পদ। ৯০, ৯১, ১০৬, ১১২
১৬৮, ১৭২
সাবণ—শ্রাবণ ।
সাৰয়—শ্রাবক । সা ৬৪
সাৰিয়া—শ্রাবিকা । সা ৬৪ সাসগ—সস্যক। রত্নবিশেষ। সাহই—সাধয়তি = কথয়তি । ২০৭
8¢
সাহগ—সাধক। থে ১৩
সাহরিএ . [ সংভৃতঃ, সংহৃতঃ। সং-ভৃ বা সং-হৃ > সাহর্। সাহর্ ধাতু এই গ্রন্থে পুনঃ পুনঃ ব্যবহৃত হইয়াছে ; অর্থ 'স্থানান্তর করা', ‘প্রবৃষ্ট করা’, ‘লইয়া গিয়া লুকাইয়া” বা সামলাইয়া রাখা সাহটুটু < সংহতু । সাহরই, সাহরিয়ে সাহরাহি সাহরিজ্জি সামি, সাহরিত্তা, সাহরিজ্জমাণে, সাহরা বিত্তএ—এই পদগুলি এই গ্রন্থে আছে । ] সংহৃত বা স্থানান্তরিত হইয়াছিলেন ; তাঁহাকে সামলানো হইয়াছিল ; লুকানো হইয়াছিল । জি' ১।
সাহসী — সাহস্ৰী । সহস্র । ১৪, ১৩৪-৩৭ সাহসিয়, সাহসীয় — সাহসিক।
১০৩, ১৩৭, ২৯
সাহা—শাখা । থে ৪, ৫
৫০
সাহাবিয়—স্বাভাবিক । সাহিয়-মাসং—সাধিকমাসম্ । মাসাধিক ( বৎসর ) । ১১৭
সাহু—সাধু। ১
সিদ্ধা—শিক্ষা ৷
১০
সি—শীঘ্র। ২৮, ২৯
সিংগ—শৃঙ্গ । ৩৪
সিংঘাড়য়—শৃঙ্গাটক। চারি রাস্তার মোড়, অথবা পান্থশালা। ৮৯ সিংঘাণ—নাসিকা-মল। বাঙ্গালা ‘শিকেন'। ১১৮
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org