________________
( ১১৫ )
প্রাতঃ প্রমার্জয়স্তি, ভিক্ষা-গতেষু সাধুধু, পুনমধ্যাহ্নে, পুনঃপ্রতিলেখনাকালে তৃতীয় প্রহরান্তে, ইতি বারচতুষ্টয়ং প্রমার্জয়ন্তি বর্ষাস্থ, ঋতুমধ্যে ত্রিঃ। অয়ং চ বিধির অসংসক্তে, সংসক্তে তু পুনঃ পুনঃ প্রমার্জয়স্তি, শেষোপাশ্রয়দ্বয়ংতু প্রতিদিনং প্রতিলিখস্তি প্রত্যবেক্ষন্তে : মা কোঽপি তত্র স্থাস্যতি, মমত্বং বা করিষ্যতি ইতি। তৃতীয় দিবসে পাদপ্রোস্থানকেন প্রমার্জয়ন্তি । অত উক্তম্ : বেউব্বিয়া পড়িলেহ ত্তি ক্বচিৎ সাইজিয়া পড়িলেহ ত্তি দৃশ্যতে, তত্রাপি প্রতিলেখনা প্রমার্জনয়ো ঐক্যবিবক্ষয়া স এবার্থঃ । ] যে উপাশ্রয়ে নিজে বাস করা হয় সেইটি সাইজ্জিয় বা স্বকীয় । সেটি ঘন ঘন ( বর্ষাকালে চারিবার ও অন্যকালে তিনবার ) পরিষ্কার করা বিধেয়। সাং ৬০ |
সাইম—স্বাদিমা। মুম্বাদ্য বস্তু ৷ ১০৪
সাগরোম —সাগরোপম ।
২০৩, ২০৬
সাড়িয়—শাটিকা ।
খুঁট।
বাসী ৷
১৫
Jain Education International
কালপরিমাণ ।
৮
২, ১৫০, ১৭১, ১৯১
‘এগসাড়িয়’—একশাটিকঃ ।
সাভাইয়—স্বাভাবিক ।
সামন্ন—শ্রামণ্য। ১৪৭, ২২৭, সা ৫৯
সামবেয়—সামবেদ । ১০
সামাণিয়—সামানিক। সমান মর্যাদা ও সমান আয়ুঃসম্পন্ন বিমান
১৪
সামি—স্বামিন্ । স্বামী । ৪৯, ৫৮
সামিত্ত—স্বামিত্ব। ১৪
সায়ণ—স্বাদন। সা ২৬
সায়র—সাগর ।
৪৩
সারয়—শারদ।
১১৮
সারয়—সারগ। সার অর্থাৎ তত্ত্ব বিষয়ে জ্ঞানী। So
সারহি—সারথি। ১৬
সালা—শালা ৷ গৃহ। (Hall)।
৬০, ৬২, ১০২
For Personal & Private Use Only
4
এক
www.jainelibrary.org