________________
. ( ১০৬ ) সয়ণিজ্জংসি সালিঙ্গন-বটিএ উভও বিকােয়ণে উভও উন্ন এ মণেং গম্ভীরে। টীকাকার : সালিঙ্গনেত্যাদি। সহালিঙ্গনবৰ্তা শরীর-প্রমাণগণ্ডোপাধানেন যৎ তৎ সালিঙ্গনবর্তিকং তস্মিন্। উভয়তঃ উভৌ শিয়ােন্তপাদান্তা আশ্রিত্য। বিব্বোয়ণেত্তি। উপাধানে গণ্ডকে যত্র ততথা। কচিৎ পন্নগবিব্বোয়ণি ত্তি দৃশ্যতে তত্র চ সুপরিকর্মিত-গণ্ডোপাধানে ইত্যর্থ। আলিঙ্গনবর্তিকা = শরীর প্রমাণ দীর্ঘ গােলাকার পাশবালিশ অর্থাৎ গণ্ডোপাধান। উভয়তঃ বিব্বেকায়নে = দুই পার্শ্বেই বিলাসােদ্দীপক। উভয়ত উন্নতে মধ্যে গভীরে = দুই দিকে উচু ও মাঝে নীচু। এইরূপ শয়নীয়ে শুইয়া ত্রিশলা স্বপ্ন দেখিয়াছিলেন। ] বিলাসােদ্দীপক। ৩২
বিসদ—বিশদ। ৬৫, ৩৬ বিসপ্পংত, বিসপ্পমাণ [ বিসর্পমাণ ] বিস্তারশীল। ৫, ১৫, ৩৪, ৫০ বিএমাণে [ বিস্বাদয়] ভাগ করিয়া খাইতে খাইতে। অসাএমাণে বিএমাণে পরিভাএমাণে—নিজেরা খাইয়া ভাগাভাগি , করিয়া খাইয়া এবং স্বাদ বিচার করিয়া। ১০৪
বিসাণ-[ বিষাণ ] শৃঙ্গ। ১১৮ বিসারয়-বিশারদ। ১১ বিসাল—বিশাল। ৩৫, ৩৬, ৩৮, ৩৯, ১৫৭। বিসিঠ—বিশিষ্ট। ৬১, ৬৩ বিসাহা—বিশাখা। ১৪৯, ১৫৭। পংচ বিসাহে—১৪৯ বিসুদ্ধ-বিশুদ্ধ। ১৮, ৯৬ বিসেস—বিশেষ। ৭, ৪৯, ৫৭, ৭২। সা ২৬ | বিহাণ—বিধান। ১৫১ | বিহি—বিধি। ৬১
বিহারভূমি—বিহারভূমি। বিহার বা শাস্ত্রানুশীলনের স্থান। ভূমি = আধার, স্থান। সা ৪৭ ৫২।
বীতীয়মাণ [ ব্যতিব্ৰজন্] অতিপ্রাকৃত শক্তিতে ভ্রমণ করিতে করিতে। ২৮
বীরিয়—বীর্য। ১০৮, ১২০
|
Jain Education International
For Personal & Private Use Only
For Personal & Private Use Only
www.
www.jainelibrary.org