________________
(৭২) পরিস [ পরিষৎ ] পরিষদ। ১৪, ১১৩, ১৪৩, ১৫৭ পরিসাড়েই [ পরিশাটয়তি, ত্যজতি ] ত্যাগ করিল, ফেলিয়া দিল।
পরিসংতে-পরিশ্রান্ত। ৬০ পরিসসমপরিশ্রম। ৬০, ৯৫। পরিহথগ [ পরিপূর্ণ ] পরিপূর্ণ। ৪২ পরিহিয়—পরিহিত। ৬৬, ১০৪
পরীসহ [ পরীষহ] ১০৮, ১১৪। জৈনমতে দুঃখকষ্ট সহ্য করিয়া কর্মক্ষয় করা যায়। সন্ন্যাসী শ্ৰমণদিগকে দুঃখ সহ্য করিতেই হইবে। কর্মক্ষয়-উদ্দেশ্যে দুঃখকষ্ট সহ্য করার প্রক্রিয়াকে পরীষহ বলে। পরীষহ ২২ প্রকার। ১। ক্ষুধা পরীষহ—ক্ষুধার যন্ত্রণা সহ্য করিবার অভ্যাস। ২। তৃষ্ণা পরীষহ-তৃষ্ণা সহ্য করা। ৩। শীত পরীষহ-শীত সহ করা। এইরূপ ৪। উষ্ণ পরীষহ, ৫। দংশ পরীষহ-মশক-মৎকুণাদির দংশন সহ্য করা। ৬। বস্ত্র পরীষহ-যে-কোনও বস্ত্র সহ করা। ৭। অরতি পরীষহ-বাসস্থান বিষয়ে উদাসীনতা। ৮। স্ত্রীপরীষহ-স্ত্রী পরিত্যাগ । ৯। চর্যাপরীষহ—ঘন ঘন স্থানৃত্যাগ পূর্বক পরিভ্রমণ। ১০। নৈযিধিকী পরীসহ–অন্য পরিত্যক্ত নিষিদ্ধ স্থান -শ্মশানাদিতে বাস। ১১। শয্যা পরীষহ। ১২। আক্রোশ পরীষহ-অন্যের নিন্দা ক্রোধ আক্রোশ সহ করা। ১৩। বধ পরীষহ-প্রহারাদি সহ করা। ১৪। যাচঞা পরীষহ-অভিজাত সন্তানকেও ভিক্ষায় অভ্যস্ত হইতে হইবে। ১৫। অলাভ পরীষহ—পুনঃ পুনঃ ভিক্ষা চাহিয়া বিমুখ হইলেও সহ করিতে হইবে। ১৬। রােগ পরীষহ—রােগ সহ করিতে হইবে। ১৭। তৃণস্পর্শ পরীষহ—তৃণ কুশ কণ্টক প্রভৃতিতে দেহ ক্ষত-বিক্ষত হইলেও সহ্য করিতে হইবে। ১৮। মৈল পরীষহ যে জল ফুটান হইয়াছে তাহাতে কোনও জীব থাকিতে পারে না। নুতন জীব বা সুহুম উৎপন্ন হইবার পূর্বেই সেই জল ব্যবহার করিতে হইবে। জল পাওয়া সব সময় সম্ভব নয় বলিয়া মলিন থাকা জৈন সাধুদের ব্রত স্বরূপ। অত্যন্ত মালিন্যযুক্ত থাকার কষ্ট সহ্য করার নাম
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org