________________
( ৭১ )
পরিনিব্ব এ [ পরিনিবৃতঃ] পরিনির্বাণ প্রাপ্ত হন । [ য়াকোবি ‘পরিনিব্বু ঐ' ও 'পরিনিব্ব ড়ে'—এই দুই পদের ব্যুৎপত্তি অভিন্ন করিয়াছেন ( পরিনিবৃত)। কিন্তু এ দুইটি পদের ব্যুৎপত্তি অভিন্ন বলিয়া মনে হয় না ; একটিতে বা ধাতু ও অপরটিতে বৃ ধাতু আছে। ‘নির—বা’= নিবাইয়া যাওয়া, নির্বাণ প্রাপ্তি, শূন্যে বিলীন হওয়া । নির্বাণ দীপে কিছু তৈলদানম্ ? নির্বাণ-ভূয়িষ্ঠমথান্ত বীর্যং সন্ধুক্ষয়ন্তীৰ বপুগু ণেন। কুমার-সম্ভবে । ৩।৫২। সাকারে সাযুজ্য হবে নির্বাণে কি গুণ বল না ? রামপ্রসাদ। নির্–বৃ= পরম সুখ লাভ করা নির্বাণং পরমং সুখম্। নির্–বা + ক্ত = নির্বাণ। নির্বাত। নির— বৃ+ক্ত=নিৰ্ব্বত। নিৰ্বত > নিৰ্ব্বড় নির্বাণ বা নির্বাত হইতে নিব্বঅ হয় না। একটা ‘নিব্ব’ ধাতু কল্পিত হইয়াছে । —বৃৎ + ক্ত ) হইতে > নিব্বু ট্ট হয় ; নিব্বড় হয় না। ]
1
নিবৃত্ত ( নির্
জি' ১, ১১৮,
১২৪, ১৪৭, ১৭0, 205। থে ২ ।
পরিপিহিত্তা [ পরিধায় ] পরিধান করিয়া, আচ্ছাদন করিয়া, ঢাকা দিয়া । সা ২৯
পরিপূয়—পরিপূত। পরিমিয়— পরিমিত। সা ২৫
করিয়া 1 ৩৯
পরিপ ফুডং [ পরিস্ফোটয়ৎ ] পরিস্ফুট করিয়া, ভেদ কি পরিভাএই [ পরিভাজয়তি ] বিলাইয়া দেন । ১১২ পরিভাএমাণে [ পরিভাজয়ন্তঃ] ভাগ করিয়া পরিবেশন করিয়া ।
১০৪
পরিভূত্ত [ পরিভুক্ত ] পরিভুক্ত, পরিপূরিত। সা হ
পরিম—পরিদৃষ্ট। ৩৮
পরিমদ্দন [ পরিমর্দন | পরিমর্দন । 6.
পরিয়ণ—পরিজন। ১০৫
পরিয়াবজ্জই [ পর্যাপদ্যতে ] আপগ্রস্ত হয় ।
পরিব্বায়য়—পরিব্রাজক । ১০
সা ২৯
পরিরায়মাণ [ পরিরাজমাণ ] পরিবেষ্টন পূর্বক শোভমান ৷ ৪ ১ পরিবায় [ পরিবাদ ] পরিবাদ, নিন্দা ৷ ১১৮
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org