________________
( ৬৮ )
পড়িবিসজ্জেই [ প্রতিবিসর্জয়তি ] বিদায় দিলেন। ৮৩
পড়িচ্ছুণিজ্জা [ প্রতিশূয়াৎ ] যদি অঙ্গীকার করেন, অনুমতি দেন।
সা ৫২
পড়িসেবিয় [ প্রতিসেবিত ] আরব্ধ কর্ম, উদ্যোগ । ১২১
পড়ু [ পটু ] পটু, নিপুণ
১৪, ৪৩
পঢ়মং [ প্রথমম্ ] সর্বশ্রেষ্ঠ। র-ফলা বা রেফ, প্রাকৃতে নাই । থ > ঢ় শৌরসেণী প্রভাব । প্রথমম্ > পঢ়মং ।
১, ৯৬, ১১৩, ২১০
পঢময়াএ [ প্রথমতয়া ] সর্বপ্রথমে। ৩৩
পংচ-হখুত্তরে [ পঞ্চ-হস্তোত্তর ; হস্তা উত্তরা য্যাঃ সা হস্তোত্তরা উত্তরফল্গুনী। পঞ্চ শুভ হস্তোত্তরাঃ সমুদিতাঃ যজ্ঞ জীবনে স পঞ্চহস্তোত্তরঃ । হখা + উত্তরা = হখ ত্তরা ; সন্নিহিত স্বরদ্বয়ের অন্যতরের লোপ প্রাকৃত সন্ধির সাধারণ নিয়ম। অঘোষ স্পর্শবর্ণের পূর্বে বা ক্বচিৎ পরে উষ্মবর্ণের যোগ থাকিলে প্রাক্কতে ঐ উষ্মবর্ণের লোপ হয় এবং শেষভূত স্পর্শ বর্ণের মহাপ্রাণতা ও দ্বিত্বপ্রাপ্তি হয়। স্ত > থ ; স্ক > খ; ঙ্ক > খ ; শ্চ > ছ ; স্প> ফ । হস্ত > হখ, পুষ্কর > পোকৃখর ; পুষ্প > পুপ্ ফ ; ইষ্ট > ইট্ঠ ; ইত্যাদি। ] হস্তোত্তরা নক্ষত্রযোগে মহাবীর স্বামীর জীবনের পাঁচটি প্রধান শুভ ঘটনা ঘটিয়াছিল বলিয়া তাঁহাকে ‘পঞ্চহস্তোত্তর' বলা হইয়াছে। জিন-জীবনী-বর্ণনায় এটি একটি রীতি-সিদ্ধ ( idiomatio) সমস্ত পদ। এইরূপ পার্শ্বদেব স্বামী ‘পঞ্চবিশাখ’, অরহা অরিষ্টনেমি ‘পঞ্চচিত্র’ এবং ঋষভদেব ‘চতুরুত্তরাষাঢ়’ বলিয়া বর্ণিত হইয়াছেন । জৈন প্রাকৃতের এই বিশিষ্ট প্রয়োগ-রীতি অনুবাদে রক্ষা করা যায় নাই । জি° ১।
পণগসুহুম- [ পণকসূক্ষ্ম-] সূক্ষ্মকীট, উই প্রভৃতি। টীকাকার— পণকউল্লী, সা চ ভূমি-কাষ্ঠাদিষু জায়তে, যত্রোৎপাতে তদ্রব্যসমবর্ণশ্চ। ভূমি ও কাষ্ঠাদিতে উইপোকা উৎপন্ন হয়, কিন্তু উইপোকা শ্বেতবর্ণ । ‘উলিরাজ’—লাল পিঁপড়ার মত কীট, উই বা শ্বেত পিপড়ার পরম শত্রু । ‘পুকে' শব্দের সঙ্গে ‘পণক' শব্দের কি কোনও সম্পর্ক আছে ? সা° ৪৪-৪৫
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org