SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 246
Loading...
Download File
Download File
Page Text
________________ ( ৬৭ ) সা ৫২ করতলকেই যিনি পড়িহ [ প্রতিগ্রহ ] প্রতিগ্রহ পাত্র, ভিক্ষাপাত্র ৷ পাণি-পড়িহি এ [ পাণি-প্রতিগ্রহিকঃ ] প্রতিগ্রহ বা ভিক্ষাপাত্ররূপে ব্যবহার করেন । ১১৭ পড়িচ্ছন্ন [ প্রতিচ্ছন্ন ] সমাচ্ছাদিত । ৩২ পড়িচ্ছিয় [ প্রতীপ্সিত ] প্ৰতীস্মিত। ১৩, ৮১ পড়িজাগরংতি [ প্রতিজাগ্রতি ] জাগিয়া খোঁজে । “তবসী দুৰৰলে কিলংতে মুচ্ছিজ্জ বা পবড়িজ্জ বা তাম্ এব দিসিং বা অনুদিসিং বা সমণা ভগবংতো পড়িজাগরংতি”— দুর্বল ও ক্লান্ত তপস্বী কোথাও মূর্ছিত বা পতিত হইয়া থাকিতে পারেন, সেইজন্য [ তাঁহারা যে দিকে বা বিদিকে গিয়াছেন ] সেই সেই দিক্লে বা অনুদিকে ভগবান্ শ্রমণেরা জাগিয়া অন্বেষণ করেন। সা ৬১ 5 5 পড়িজাগরমাণী [ প্রতিজাগ্রতী ] জাগিয়া জাগিয়া ৷ পড়িবার [ প্রতিদ্বার ] বাহির দুয়ার, সিংহদ্বার । সা ৩৮, ৩৯ পড়িনিয়ত্তএ [ প্রতিনিবর্তবৈ ] প্রতিনিবর্তনের উদ্দেশ্যে, ফিরিয়া আসিবার জন্য। থাকিবার জন্য নয়, ফিরিবার জন্য গভীর বাহিরে ৬৬, যাওয়া চলে। সা ১০-১৩, ৬২ পড়িন্নবিত্তা [ প্রতিজ্ঞাপ্য ] জানাইয়া । সা ১৮ পড়িপুন্ন [ প্রতিপূর্ণ ] প্ৰতিপূর্ণ । ১, ৯, ৩৫, ৭৯ পড়িপুন্নয়—প্রতিপূর্ণ । ৪ ১ পড়িবন্ধ—প্রতিবন্ধ । ১১৮ পড়িয়াইখিয়—“ভত্ত-পড়িয়াইথিয়স” দ্রষ্টব্য। পড়িলেহ। [ প্রতিলেখা ] অন্বেষণ করিয়া দেখা, জীব-নাশ-প্রত্যবায়ভয়ে । সা ৬০ পড়িলেঽণা [ প্রতিলেখনা ] জীবান্বেষণ। সা ৫৩, ৫৪। পড়িলেহিত্তএ [ প্রতিলেখিতুম ] জীবান্বেষণ করা বিহিত হয়। সা ৫৫ । পড়িলেহিয়ব্ব [ প্রতিলেখিতব্য ] জীবান্বেষণ করিতে হইবে। সা ৪৪, ৪৫ । পড়িলোম [ প্রতিলোম ] প্রতিলোম অর্থাৎ অস্বাভাবিক। Jain Education International For Personal & Private Use Only ১০০ । ১১৭ www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy