________________
বিষয়ে । ‘ঈহগত’
য়াকোবি । ১৬
ইহেব [ইহৈব । প্ৰাকৃতে সন্নিহিত স্বরদ্বয়ের অন্যতরের লোপ করিয়াই সন্ধি হয়। বাঙ্গালা ‘ক্ষণেক’, ‘তিলেক’, ‘দিনেক’, 'অনেক' প্রভৃতিতে অনুরূপ সন্ধি দেখা যায় ৷ ] এইখানেই, এই ( জং দ্বীপে )। জি২। ঈসর [ ঈশ্বর ] ঈশ্বর। ঈসিং [ ঈষৎ ] ঈষৎ । উইয় [ উদিত ] উদিত । উউয় [ ঋতুক ] ঋতু ।
১৪, ৬১
১৫
৫৯
. ৩৭, ৪১। উউএ–ঋতু। ১১৮। উউইং
১১৪
উক্কড় [ উৎকট ] উৎকট। ৪৩ ।
উক্কংপিয় [ ধলিত ] চূণকাম করা । সা হ
উক্কর [ উৎকর ] স্তূপ, সমূহ
৪২ ।
১০২ ।
উক্কর [ উৎ—কর ] সহচর । উক্কলিঅ [ উৎকলিত ] উৎক্ষিপ্ত । সা ৪৫
২৮, ৩৪, ৪৩
উঠি [ উৎকৃষ্ট ] উৎকৃষ্ট । উক্কুডুয় [ উৎকটুক ] কটু।
১২০
উকুডুয়-নিসিজ্জাএ-[ উৎকুট নিষণ্ণতয়া ] উপরের দিকে মুখ করিয়া
১২০।
উক্কোসিয় [ উৎকৃষ্ট ] উৎকৃষ্ট । ১৩৪-৪৫
উক্কোসিয়-সগোত্তে [ উৎকৌশিক গোত্রীয়ঃ ] উৎকৌশিক গোত্র ৷
ইহগয়- [ ইহগত ] অত্ৰত্য,
ঋতুসমূহ ।
( 22 )
শুইয়া ৷
Jain Education International
এখানকার
থে ৪
উগ্গ [ উগ্র ] উগ্র। ২১১। উগ্গকুলে—উচ্চকুলে । ১৮
"
উহ, ওগ্গহ [ অবগ্রহ ] ছেদ, বিচ্ছেদ, দূরে অবস্থান । উগ্গহে [ অবগৃহীয়াৎ, বিধিলিঙ ] সংস্কৃত ব্যাকরণে সন্ধির অভাবকে ‘অবগ্রহ’ বলে। সকোসং জোয়ণং উহং উগ্গিণ হিত্তা শং চিঠিউং কপপই=ক্রোশাধিক এক যোজন দূরে বিচ্ছিন্ন থাকা চলে। অহালংদং অবি উগ্গহে—‘লংড’ ( নেড় ) অর্থাৎ মলত্যাগের
For Personal & Private Use Only
www.jainelibrary.org