________________
ইডঢি [ ঋদ্ধি ] ঋদ্ধি, সম্পদ। ১০২। সব্বিড ঢি [ সর্বধি ] সর্ব সম্পদ ১১৫
ইত্ত, এত্ত [ এতুম ] আসিতে। সা ২৭ ইখ, এখ [ অত্র ] অত্র, এখানে। সা ৩৮, ৩৯, ৫২। ইংদ—ইন্দ্র। ১৪, ১৫। ইংদিন্ন [ ইন্দ্রদত্ত ] স্থবির। থে ৪, ১০ ইংদপুরগ—স্থবির কুলের নাম। যে ৮
ইংদভুঈ—গৌতম ইন্দ্রভূতি, মহাবীর স্বামীর প্রধান শিষ্য। ১২৭, ১৩৪ থে ১, ২
ইংদিয় [ ইন্দ্রিয় ] ইন্দ্রিয়। ৯, ৬০, ১১৪, ১১৮
ইয়াণিং [ ইদানীম্] ইদানীং, এখন। ৯২, ৯৪। ইমেয়াশিংএখন, আজকাল। ৭৯, ৮৬
ইরিয়া ( ঈর্ষা ] ঈর্ষা সমিতি। ঈর গতো ধাতু। রূপ ‘ঈর্তে, ঈৰ্ণে। ঈরয়তি = চালয়তি। যে-সকল উপায়ে আত্মার মধ্যে কর্মের প্রবাহ রুদ্ধ হয় তাহাকে সংবর বলে। ভ্রমণ, উপবেশন বা শয়ন দ্বারা যাহাতে কোনও জীবের ক্ষতি না হয় তাহার জন্য চেষ্টা বা সাবধানতাই ঈর্ষা বা ঈর্ষা সমিতি। ৫৭ প্রকার সংবরের মধ্যে প্রথম পাঁচটি পঞ্চ সমিতি। ঈর্ষা সমিতি, ভাষা সমিতি, এসণা সমিতি, আদান নিক্ষেপণা সমিতি ও পরিস্থাপনিক সমিতি। ঈর্ষা—অঙ্গচালনায় দয়া। ভাষা—কঠোর ভাষা পরিহার। এষণাখাদ্যদ্রব্য পর্যবেক্ষণে সতর্কতা। আদান নিক্ষেপণা—ব্যবহারের দ্রব্য সদয় হস্তে ঝাড়িয়া পুছিয়া গ্রহণ ও ব্যবহার। পরিস্থাপনা—মল মূত্রাদি ত্যাগ করিবার সময়, ভুক্তাবশেষ নিক্ষেপ করিবার সময় পর্যবেক্ষণ করিয়া দেখিতে হইবে ঐ কার্য দ্বারা কোনও জীবের ক্ষতি হইতেছে না। ১১৮
ইসিগুত্ত-একজন স্থবিরের নাম। থে৬, ৯। ইসিগুত্তিয়— কুল। থে ৯।
ইসিদত্ত—একজন স্থবিরের নাম। থে ১০ ইসিপালিয়—একজন স্থবির। ইসিপালিয়া শাখা। যে ১০, ১১
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org