________________
(১৮ )
আউসো [ আয়ুষ্মন্, সম্বোধনে ] আয়ুষ্মন্। সা ১৯
আগর-[ আকর-] আকর । ৮৯ . .
আড়োব-[ আটোপ-] সজ্জা, শোভা। ৩৫।
আণত্তিয়া [ আজ্ঞপ্তিকা ] আদেশ। ২৬, ২৯, ৫৭, ৫৮, ১০০, ১০১ । আণৰেই [ আজ্ঞাপয়তি ] আদেশ করেন। ২৭
আণা [ আজ্ঞা ] আজ্ঞা ৷ ১৪, ২৭, ৫৮
আণাএ [ আজ্ঞয়া ] শাস্ত্রাদেশ অনুসারে ৷ ' সা ৬৩
আণাপায়ে [ আনাপানকঃ, উচ্ছ্বাস-নিশ্বাস-প্রমাণঃ ] কাল - পরিমাণ। জোরে নিশ্বাস ফেলিতে যে সময় লাগে তাহার পরিমাপকে আনাপানক বলে । ১১৮
আভোইয়-[ আভোগিক-] সর্ব পদার্থ দর্শনে সমর্থ। আভোএই অলৌকিক দৃষ্টিশক্তিপ্রভাবে দেখে ৷ ১১২। আভোএমাণ-পরিদৃশুমান । অলৌকিক শক্তি প্রভাবে দেশ-কালের ব্যবধান নষ্ট করিয়া সর্ব পদার্থ সন্দর্শন করা । ১১৫
আমংতিত্ত৷ [ আমন্ত্র ] আমন্ত্রণ করিয়া । ১০৪
আয়ংতা [আচাস্তাঃ] কৃতাচমন। আচমন ও প্রত্যাচমন করিয়া । ১০৫ আয়র [ আকর ] আকর। কমলায়র [ কমলাকর ] ৫৯। আয়র [ আদর ] আদর ৷
১১৫
আয়রিয়াণং [ আচার্যাণাম্ । —ভ্যঃ। ] “উপানীয় তু যঃ শিষ্যং বেমধ্যাপয়েদ দ্বিজঃ। সকল্পং স-রহস্যং চ তমাচার্যং প্রচক্ষতে ॥” মনু ২।১০। টীকাকার সময়সুন্দর : “আচার্য: সূত্রার্থ ব্যাখ্যাতা দিগাচার্যে৷ বা ; উপাধ্যায়ঃ সূত্রাধ্যাপকঃ।” আচার্যদিগকে [ নমস্কার ] । “একদেশংতু বেদস্ত বেদাঙ্গান্তপি বা পুনঃ। যোহধ্যাপয়তি বৃত্ত্যর্থম্ উপাধ্যায়ঃ স উচ্যতে ॥” মনু ২।১৪১। আচার্য ও উপাধ্যায় উভয়েই অধ্যাপক । আচার্য বেদ ও ধর্মশাস্ত্রের অধ্যাপক এবং উপাধ্যায় সাধারণ অধ্যাপক। জি ১।
আয়া [ আত্মা ] আত্মা । ১৪, ৪৩। খুদ্দায়া — ক্ষুদ্ৰাত্ম! । ১৩০ অভিন্নায়া [ অভিন্নাত্মা ] থে° 5
Jain Education International
For Personal & Private Use Only
১২৯,
www.jainelibrary.org