SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 164
Loading...
Download File
Download File
Page Text
________________ ৯/০ | [ ৬ ] পঞ্চম ও পুষ্পমাল্যদর্শন। ফল ও পুষ্পমাল্যবৎ সৌরভ বা যশােবিস্তার। | [ চ] ষষ্ঠ ও পূর্ণচন্দ্রদর্শন। ফল : জগতের অন্ধকার দূর করিয়া জ্ঞানের স্নিগ্ধ আলােক বিকিরণ। [ ছ ] সপ্তম : সূর্যসন্দর্শন। ফল ও ধর্মপ্রচারকগণের ক্ষুদ্র ক্ষুদ্র আলােককে নিষ্প্রভ করিয়া দিয়া প্রচণ্ড জ্ঞানালােক বিস্তার। [ জ ] অষ্টম : ধ্বজ বা পতাকা-দর্শন। ফল : দুরূহ কর্মভার বহন করিবার সামর্থ্য অর্জন*। [ ঝ ] নবম স্বপ্নে জলপূর্ণ বা রত্নপূর্ণ স্বর্ণ-কলস সন্দর্শন। ফল : শুভ সম্পদ লাভ বা ধ্যানমগ্নতা। | [ ঞ ] দশম স্বপ্নে ভ্রমর-গুঞ্জিত পদ্ম-সরােবর-দর্শন। ফল : উপদেশ-মধু-বিতরণ-ক্ষমতা-লাভ। | [ ট]. একাদশ স্বপ্নে ক্ষীর-সমুদ্র দর্শন। ফল ও ক্ষুদ্র ও বৃহৎ অসংখ্য নদী যেমন সাগরে পড়িয়া বিশালত্ব ও সম্পূর্ণত্ব লাভ করে, তেমনি বিভিন্ন স্তরের জ্ঞান অর্জনের পর কেবল-জ্ঞান বা সর্বজ্ঞত্ব লাভের সূচনা। | [ ১ ] দিগম্বরেরা দুইটি অতিরিক্ত স্বপ্নদর্শনের কথা বলেন। একাদশ স্বপ্নের পর তাঁহারা রত্ন-সমুচ্চয়-দর্শন নামক একটি অতিরিক্ত স্বপ্নদর্শনের কথা উল্লেখ করেন। ইহার ফল । ত্রিভুবনে প্রভুত্ব-অর্জন। | [ ড ] দ্বাদশ স্বপ্ন : বিমান-লােক দর্শন। সর্ব-সুখনিকেতন অনুত্তর বিমান-লাভের সূচনা। | [ ঢ ] দ্বাদশ ও ত্রয়ােদশ স্বপ্নের মধ্যে দিগম্বরগণ কর্তৃক * দিগম্বর মতে অষ্টম স্বপ্নে মঙ্গল-সূচক মৎস্য-দর্শন। | ০. P. 93–19 Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy