SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 163
Loading...
Download File
Download File
Page Text
________________ করিবেন। মথুরায় প্রাপ্ত খ্রীস্টপূর্ব প্রথম শতকের ভাস্কর্যশিল্পে মহাবীর স্বামীর গর্ভান্তরপ্রাপ্তির চিত্র খােদিত আছে। | শুভ স্বপ্নদর্শন। অন্তঃসত্ত্বা-কালে ত্রিশলা [ ও দেবাননা] চৌদ্দটি, শুভ স্বপ্ন দেখিয়াছিলেন। অচলা ভক্তি ও অকুষ্ঠিত বিশ্বাসের সহিত জৈনগণ [ বিশেষতঃ জৈন নারীগণ ] এই স্বপ্নের কথা স্মরণ করিয়া থাকেন। রৌপ্যে খােদিত স্বপ্নমূর্তিগুলি মন্দিরে মন্দিরে রক্ষিত হয়। পুত্রবতী জৈন নারীরা শ্রদ্ধা ও আগ্রহের সহিত এই মূর্তিগুলি দেখাইয়া থাকেন ও স্মরণ করেন। অনেক ধর্মপ্রাণ জৈন প্রতিদিন প্রাতে ও সন্ধ্যায় তারস্বরে কল্পসূত্রের এই স্বপ্নমন্ত্রগুলি আবৃত্তি করেন। তাঁহাদের দৃঢ় বিশ্বাস, এই স্বপ্নগুলির আবৃত্তি অশেষ মঙ্গলের আকর। কোনও তীর্থংকর বা চক্রবর্তী নারী-গর্ভে আবিভূত হইলে ঐ তীর্থংকর বা চক্রবর্তীর মাতারা এইরূপ স্বপ্ন দেখিয়া থাকেন। স্বপ্নগুলি নিম্নে উল্লেখ করা হইল। | [ ক ] প্রথম স্বপ্ন : গজদর্শন। ইহার ফলে জাতক গজংহিতবৎ বজ্রগম্ভীর স্বরে বক্তৃতা করিবার শক্তি লাভ করেন। [খ] দ্বিতীয় স্বপ্ন ও বৃষদর্শন। ইহার ফলে বৃষবৎ শক্তি ও সহিষ্ণুতা লাভ। | ( গ ] তৃতীয় স্বপ্ন ও সিংহদর্শন। ফল সিংহের ন্যায় শত্ৰুজয় ও নেতৃত্ব করিবার পরাক্রম অর্জন। মহাবীরের প্রতীক ছিল সিংহ। [ ঘ ] চতুর্থ : শ্ৰী বা লক্ষ্মীদর্শন। ফল ও লক্ষ্মীশ্রী লাভ ও রাজপদে অভিষেক। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy