________________
৬০ চিউ দূরে মংততা তুজঝ পণামাে বি ৰহুফলাে হই। নর-তিরিএ বি জীবা পাবংতি ন দুখ-দোহগং। ৩। তুহ সম্মত্তে লন্ধে চিংতামণি-কল্প-পায়বৰ ভহিএ। পাবংতি অবিগৃঘেণং জীবা অয়রামরং থাণং। ৪। ইঅ সংথুও মােয়স ভত্তি-ভর-নিৰভরেণ হিঅণ। তা দেব দেসু ৰােহিং ভবে ভবে পাস জিণচংদ। ৫।”
[ উপসর্গহর পার্শ্বদেবের বন্দনা করি। কর্মঘনমুক্ত পার্শ্বদেবের বন্দনা করি। বিষধর-বিষ-নাশক পার্শ্বদেবের বন্দনা করি। মঙ্গল ও কল্যাণের আবাস-ভূত পার্শ্বদেবের বন্দনা করি। ১।
যে-সকল মানব সর্বদা তােমার এই বিষহর মন্ত্র ও স্ফুলিঙ্গ[ অগ্নি ] -মন্ত্র কণ্ঠে ধারণ করে, তাহাদের সেই মন্ত্রের প্রভাবে গ্রহ, বােগ, মারী ও দুষ্ট জরা উপশমপ্রাপ্ত হয় ॥ ২॥
মন্ত্রের কথা দূরে থাকুক, তােমাকে প্রণাম করিলেই বহু ফল লাভ হয়। মনুষ, তির্যক - যােনি-সস্তৃত অপদেবতা ও অন্যান্য জীবগণ [ তােমাকে প্রণাম করিয়া ] দুঃখ ও দুর্ভাগ্যগ্রস্ত হয় না। ৩। | চিন্তামণি ও কল্পপাদপ অপেক্ষা অধিক তােমাকে সম্যক্ অবগত হইলে জীবগণ বিনা বিঘ্নে জরা-মরণ-বর্জিত স্থান লাভ করে। ৪।
| হে মহাযশাঃ! এইভাবে ভক্তি-ভর-নির্ভর হৃদয়ে তােমার স্তব করিতেছি। হে জিণচন্দ্র পার্শ্বদেব, জন্মে জন্মে বােধি (অর্থাৎ বিশুদ্ধ জ্ঞান) দান কর। ৫। ]
এই পঞ্চ-স্তবকাত্মক পার্শ্বস্তোত্র যাঁহার রচনা, সেই ভদ্রবাহুরও জয়গান করা হইয়াছে ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org