________________
তিন
শত্রুঞ্জয়
পৃথিবীতে অনেক বড় মন্দির আছে, অনেক সুন্দর মন্দির ভারতবর্ষেই আছে, দেলওয়াড়ার মন্দিরের কথাই ধরা যাক্ না কেন, কিন্তু মন্দির-নগরী বলতে যা বোঝায়—দু' দশখানা মন্দির নয়, একসঙ্গে প্রায় হাজার খানেক মন্দির, সে বোধহয় এক শত্রুঞ্জয় ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। শত্রুঞ্জয়ে ৮৬৩টি মন্দির আছে। আর মূর্তি ? সে কে কবে গুণে দেখেছে। কম করেও কয়েক হাজার ত বটেই । তাই শত্রুঞ্জয় রূপকথার সেই স্বপ্নপুরী— যে পুরী পরিষ্কার দুধে ধোয়া ধব্ধব্ । যে পুরীতে জনমানুষ নেই, সাড়াশব্দ নেই । পুরী নিঝুম পাতাটি নড়ে না, কুটোটি পড়ে না। কারণ স্বপ্নপুরীর মতো জীবন্ত মানুষ ত এখানে বাস করে না—তীর্থঙ্করদের পাথরের মূর্তিই এখানকার একমাত্র অধিবাসী। এ যেন ব্যাবিলনের সেই শূন্যোদ্যান, – পৃথিবী ও আকাশের
Jain Education International
For Personal & Private Use Only
১৯
www.jainelibrary.org