________________
গৌতম বললেন : কেশী,
আপনি স্বচ্ছন্দে প্রশ্ন করুন,
আমি সাধ্যমতো যথোচিত প্রত্যুত্তর দেব ।
কেশী বললেন : গৌতম,
হাজার হাজার শত্রুর মধ্যে
আপনি বাস করেন, তারাও আপনাকে সর্বদাই
অভিভূত করবার চেষ্টা করে,
আপনি তাদের
কিভাবে নির্জিত করেছেন ?
গৌতম বললেন : কেশী,
একটী শত্রু জয় করলে
পাঁচটা শত্রু জয় করা হয়,
পাঁচটী শত্রু জয় করলে
দশটী শত্ৰু,
দশটী শত্রুকে জয় করে আমি সমস্ত শত্রুকেই জয় করেছি।
কেশী বললেন : গৌতম,
সেই শত্রু কে ও কারা ?
গৌতম বললেন : কেশী, মনই একটী শত্রু,
Jain Education International
For Personal & Private Use Only
83
www.jainelibrary.org