________________
মনকে জয় করলে মন ও ক্রোধ, মান, মায়া ও লােভ এই পাঁচ শত্রু জয় করা হয় এই পাঁচ শত্রু জয় করলে। এই পাঁচ ও পাঁচটি ইন্দ্রিয় এই দশ শত্রু জয় করা হয়, এই দশ শত্রু জয় করে আমি স্বচ্ছন্দ বিচরণ করি।
কেশী বললেন : গৌতম, সংসারে যখন বেশীর ভাগ জীবই পাশবদ্ধ, আপনি তখন কিভাবে মুক্তপাশ ও বায়ুর মতাে অপ্রতিবদ্ধ ?
গৌতম বললেন : কেশী, সভাবনাদি দিয়ে সেই পাশ আমি ছিন্ন করেছি, তাই আমি মুক্তপাশ। ও বায়ুর মতাে অপ্রতিবদ্ধ।
কেশী বললেন : গৌতম, সেই পাশ কী ?
।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org