________________
82
Jain Education International
আত্মজয় শ্রেষ্ঠ জয়
লোকপ্ৰদীপ
ভগবান পার্শ্বের পরম্পরাগত শিষ্য কেশী তখন শ্রাবস্তীর
তিন্দুকবনে অবস্থান করছিলেন।
মহাবীর শিষ্য গৌতমও তখন শ্রাবস্তীতে বিচরণ করছিলেন।
পার্শ্ব পরম্পরার শ্রমণ বংশকে
জ্যেষ্ঠ মনে করে
বিদ্যা-বিনয় সম্পন্ন গৌতম একদিন
সশিষ্য তিন্দুক বনে গিয়ে উপস্থিত হলেন।
কেশী গৌতমকে সমাগত দেখে
তাঁকে সম্যক প্রকারে
যথোচিত সম্মান প্রদর্শন করলেন
ও বসবার জন্য
জীবরহিত শালি, ব্রীহি, কোদ্রব ও
রোলাক ধান্যের শুষ্ক তৃণ ও কুশ দিলেন ।
তারপর সকলে সুখে সমাসীন হলে কেশী বললেন : গৌতম,
আপনাকে আমি কিছু প্রশ্ন করতে ইচ্ছা করি ৷
For Personal & Private Use Only
www.jainelibrary.org