________________
-তুমি তা সহ্য করতে পারবে না।' তাই বলি, তুমি এখন বিষয় সুখ ভােগ কর, তারপর বিষয় সুখ হতে উপশান্ত হয়ে শ্ৰমণ দীক্ষা গ্রহণ করাে।
গৌতম বললঃ পিতা, আপনি যা বলছেন তা সেইরূপই, নিগ্রন্থ ধর্ম পালন ক্ষুরের ধারার মতাে নিশিত; . কিন্তু তা দুর্বলের জন্য, বিষয়ে যে লােলুপ, তৃষ্ণায় যে দত্ত-চিত্ত, কিন্তু যে বিগত-তৃষ্ণ ও শ্রদ্ধাশীল তার পক্ষে কিছুই কষ্টকর নয়।
গৌতমকে যখন প্রতিকূল উপসর্গেও নিবৃত্ত করা গেল না। তখন অন্ধকবৃষ্ণি বললেন : পুত্র, তােমাকে নিয়ে আমাদের অনেক সাধ ছিল, তাই অন্ততঃ একদিনের জন্যও তােমাকে রাজপদে অভিষিক্ত দেখতে চাই।
গৌতম সেকথা শুনে অস্বীকার করলে পিতামাতার মনে আঘাত দেওয়া হবে ভেবে নিরুত্তর রইল।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org