________________
অন্ধকবৃষ্ণি তখন গৌতমের অভিষেকের আয়ােজন করে গৌতমকে রাজপদে অভিষিক্ত করলেন। তারপর গৌতমের সামনে দাড়িয়ে বললেন : পুত্র, তােমাকে আমাদের যা দেয় ছিল তা সমস্তই দিয়েছি ; তােমাকে আর আমরা কি দিতে পারি ?
গৌতম বলল ঃ পিতা, আমায় রাজোহরণ ও ভিক্ষাপাত্র দিন আর আমার কিছুই চাই না।
অন্ধকবৃষ্ণি তখন গৌতমকে রজোহরণ ও ভিক্ষাপাত্র দান করলেন।
পরদিন সকালে গৌতম অরিষ্টনেমির কাছে গিয়ে উপস্থিত হল।
অন্ধকবৃষ্ণি গৌতমকে ভগবানের হাতে তুলে দিয়ে বললেন : ভগব, পঙ্ক হতে জাত হয়ে কমল যেমন পঙ্ক হতে অস্পৃষ্ট থাকে। আমাদের একমাত্র পুত্র গৌতমও তেমনি
১৭
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org