________________
তাছাড়া যা একদিন পরিত্যাগ করে যেতে হবে তা পরিত্যাগ করাই শ্রেয়। পিতা, তাই আদেশ দিন আমি কেশােৎপাটন করে শ্ৰমণ সঙ্ঘে প্রবেশ করি।
যখন অনুকূল উপসর্গে গৌতমকে নিবৃত্ত করা গেল না, তখন অন্ধকবৃষ্ণি শ্ৰমণ-জীবনের কঠোরতার কথা বলে তাকে নিবৃত্ত করতে চাইলেন। বললেন ঃ পুত্র, নিগ্রন্থ প্রবচন সত্য, নিগ্রন্থ প্রবচন শ্রেয়, নিগ্রন্থ প্রবচন গ্রহণীয়, কিন্তু তার আচরণ ক্ষুরের ধারার মতাে নিশিত।
পুত্র, তুমি সুখে লালিত, সুখে পালিত, দুঃখ কি—তুমি তা কখনাে জানােনি।
শ্ৰমণকে শীত-গ্রীষ্ম, ক্ষুধা-তৃষ্ণা সমভাবে সহ্য করতে হয়,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org