________________
ইন্দ্র তখন ছদ্মবেশ পরিত্যাগ করে নিজের বেশ ধারণ করলেন। তারপর নমিকে সম্বৰ্দ্ধিত করে
বললেন : রাজন,
আপনার ক্রোধ নির্জিত হয়েছে,
মান পরাভূত,
মায়া নিরাকৃত,
লোভ বশীভূত ৷
আশ্চর্য সুন্দর আপনার সরলতা, আশ্চর্য সুন্দর আপনার দয়ালুতা,
আশ্চর্য সুন্দর আপনার ক্ষমা, আশ্চর্য সুন্দর আপনার নির্লোভতা ।
নমি প্রব্রজ্যা। উত্তরাধ্যয়ন
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org