________________
যে দোষ করেছে সে ধৃত হয় না, তাই আমি নিশ্চয় করে কিভাবে দস্যু, তস্কর ও চোরকে দণ্ড দিতে পারি ?
ইন্দ্র বললেন : ক্ষত্রিয়, যারা আজো আপনার বশ্যতা স্বীকার করেনি তাদের যুদ্ধে পরাজিত করে আপনি প্রব্রজ্যা গ্রহণ করুন।
নমি বললেন : ব্রাহ্মণ, দুর্জয় সংগ্রামে যে সহস্র সহস্র শত্রুর ওপর জয়লাভ করে তার চাইতে যে নিজের ওপর জয়লাভ করে। সেই শ্রেষ্ঠ। বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করে কি লাভ ? নিজের সঙ্গে যুদ্ধ করে ; আত্মা দিয়ে আত্মাকে যিনি জয় করেন তিনি অনন্ত সুখ প্রাপ্ত হন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org