________________
মনুষ্যজন্ম দুর্লভ
সৌরপুরে সমুদ্র বিজয় নামে . এক রাজা ছিলেন। তার অরিষ্টনেমি নামে এক পুত্র ছিল।
অরিষ্টনেমির জন্য তিনি উগ্রসেন কন্যা রাজীমতীকে প্রার্থনা করেন।
অরিষ্টনেমি যখন, বিবাহ-মণ্ডপে উপস্থিত হন তখন ভয়ার্ত পশুদের আর্তনাদ শুনতে পান।
তাদের বিবাহে উপস্থিত রাজন্যবর্গের আহারের জন্য হত্যা করা হবে শুনে। অরিষ্টনেমি সেখানেই নির্বেদ প্রাপ্ত হন। ও বিবাহ-মণ্ডপ পরিত্যাগ করে প্রব্রজ্যা গ্রহণ করেন।
অরিষ্টনেমি প্রব্রজ্যা গ্রহণ করেছেন শুনে
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org