Book Title: Jain Journal 1978 04
Author(s): Jain Bhawan Publication
Publisher: Jain Bhawan Publication

Previous | Next

Page 39
________________ যুগান্তর JUGANTAR হেস্পতিবার ২৭ কাতিক, ১৩৮১ • 14 NOVEMBER, 1974. যুগান্তর মহাবীরের বাণী পৃথিবীর জন্য -রাষ্ট্রপতি শোনলাম-১৪ পৌষ, ১৩৮১ (১ পোৰ ১৮৯৬ শকাব্দ) ৩০ ডিসেম্বর, ১৯৭৪ ২৯ ষ্টাফ রিপোর্টার : কলকাতা ডিসেম্বর- কালোবাজারী ধোঁকাবাজ। ও বেইমানির কাজ চালিয়ে কেবল মসজিদ মন্দির বা গাঁজায় যাওয়া অর্থহীন। ভগবান মহাবীরে ২৫০০তম নির্বাণ মহোৎসবে রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ বলেন যে আলোকময় জগতের সন্ধান ভগবান মহাবীর দিয়ে গিয়েছেন তো শধের হিন্দুস্থানের জন্য নয় সারা পৃথিবীর জন্য। তিনি বলেছেন মানুষের প্রতি মানুষের যে কর্তব্য আছে তা সকলে পালন করলেই অসৎ কাজ কধ হবে ভগবানকে পাবার শ্রেষ্ঠ পথ প্রেমের পথ। সকল ধর্মের প্রবর্ত করাই একথা বলে গেছেন। অপরজনের কথা না ভেবে কেবল ব্যক্তিগত সখে-স্বাচ্ছন্দ্য 3 আঞ্চ সারা দেে ভগবান মহাবীরের জন্মবার্ষিকী পালিত প্রধান উৎসব কেন্দ্র বিহারের পাওয়া পরীর জল Jain Education International ভগবান মহাবীরের ২৫০০ নির্বাণ মহোৎসব উপলক্ষে আয়োজিত এক ধর্ম সভায় রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আমেদ ভাষণ দিচ্ছেন। ছবিতে অন্যান্যদের মধ্যে মখ্যমন্ত্রী সিয়ার্থ শংকর রায়, রাস্তাপাল এ এল ডারাস, শিক্ষামন্ত্রী অধ্যাপক মৃত্যুর ব্যানার্জী ও এস পি জৈনকে দেখা যাচ্ছে। ফটো: যুগ মার্থের প্রনকে বড় করে দেখলে মহামানবদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা মহাবীরের পথ গ্রহণ করলে। তিনি ছিলেন। ভগবান মহাবীর মানুষকে সম্ভব নয়। কেননা সে পথ তাঁদের বলেন নির্দেশিত পথ নয়। রাষ্ট্রপতি বলেন তাঁর বাণী থেকে আজকের খুব সমাজের উচিত সিদ্ধ পুরুষ হতে বলেছিলেন। প্রকৃত শিক্ষা গ্রহণ করা। জ্ঞান অর্জন করে প্রকৃত ব্যবহার ক আমরা যে পথে চলেছি তা ভগবান কিন্তু সবকিছু থেকে বিশ্বাস হারাচ্ছে এবং প্রকৃত বিশ্বাসী হয়ে। স মহাবীরের নির্দেশিত পথ নয়। মানুষ সিদ্ধ পুরুষ হবার চেষ্টা করলে নির্দেশ মেনে চলেন দেশের गा সন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। "সমাধান করা সম্ভব হতো। স্বাগত ভাষণ দেন বিজয় সিং নাহার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় ব্যানার্জি। তাঁর তার।। বর্তমান যুগে যুক্তিবাদের যুগ। মাখামন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলেন ধর্মের বাণীর মাধ্যমে ভগবান মহাবীর বলেন প্রকৃত সমাজতন্ত্র আনতে চেয়েছিলেন। বিশ্বব্যাপী অশান্তি এবং উত্তেজনা অত্যন্ত সহজ ভাষায় তাঁর বস্তুবাকে সংজ হবে ভগবান বলে তিনি ধর্মের ভাষাই বদলে দিয়ে রাজ্যপাল এ এল ডায়াস প্রশমনের কাজ Jugantar, a leading Daily in Bengali, November 14, 1974. The news - item covers the speech of the Rashtrapati, the late Fakruddin Ali Ahmed in a distinguished gathering in Calcutta in connection with the 2500th Nirvana Anniversary of Bhagavan Mahavira. The picture above shows the Jalamandir at Pawapuri, Bihar. For Private & Personal Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53