________________
( 38 ) জন বিবেচনা করে নাই। সেই জ মনে হয় মৃত্যু দেখিতে গিয়া এখন আর লাভ কি ? আর একদিন দেখিলে হয়না।
তবে-না হয় আর এক দিন দেখ—কালই না হয় এসে, কিন্তু পভাত সেখান হইতে উঠিয়া গেল। গুরু পসন বাহিরে গিয়া নানা রূপ দুশ্চিনতায় (ননা মানা সাস যিd৭৭) অধীর হইয়া উঠিল।
| অষ্টম পরিচ্ছেদ। পাণাধিক কন্যা উষা আজ রুগ্ন শয্যায় (পী মন যথাহীম) মৃত্যুর অপেক্ষা করিতেছে (৭২ শ ২৪)। তার কিশাের সৌন্দৰ্য্য অকালে শুকাইয়া গিয়াছে। জননী কন্যার শুস্ক মুখের (৪৷ ৪) পুতি সকরুণ ব্যাকুল দৃষ্টিতে চাহিয়া আছে (প ২৪)। পাণ কৃষ্ণ অর্থের মায়া মমতা শূন্য হইয়া কলিকাতার প্রসিদ্ধ ২ চিকিৎসক (a) জড় (২৫ ফিন) করিয়াছে। অহঙ্কারীর স্নেহের বন্ধন উষা আজ বুঝি তার কৃত অপরাধের পায়শ্চিত্ত স্বরূপ ত্যাগ করিয়া চলিল।আজ দপী, পাণ কৃষ্ণ দুহিতার সকরুণ কাতর দৃষ্টির নিকট পরাজয় স্বীকার করিয়াছে আজ সে সমস্ত বিনিময়ে (নানা ২। মন মান সঃ) কা চায় (ধd uা ৯৭৭মলী পথাৰৰ ২ি ৪)। চিকিৎসকগণ বলিয়াছেন ‘জামাতাকে আনান, তাহা হইলে কিছু সুবিধা হইতে পারে (মান সg৷—সাপাৰা, ৭ম অdiৗথ ৪৪ ৪থিৰ৷ অথ)। পাণ কৃষ্ণ ভাবিল আমার কি আর সে মুখ আছে ? ভাত কি আর আমার কথা রাখিবে(ও ও এর মান১ ২২) এত দিন যে তার কোন সংবাদ গ্রহণ করি নাই, আজ কি বলিয়াই বা পত্র লিখিব (সাপ৷ ৫৭ নন৷ • সাইনা আমাথাই
ধ। নও, আ স +৪া-ই৷ র য ওও')। তার পর সে দিন আত্মম্ভরী (মাঃ আলাপ ২ ৪২২) পাণ কৃষ্ণ জামাতাকে পত্র দিল টেলিগ্রাফ করিল। সে দিন সারা দিন জামাতার আগমন প্যাশায় (পাস) উদ্বিগ্ন অন্তরে (ও8 8 ৫ঃ) এক বার ঘরে ও এক বার বাহিরে আসিতে লাগিল। সন্ধ্যা হইয়া গেছে (গিয়াছে) তবুও (ন।
www.umaragyanbhandar.com
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat