________________
( 3 ) আসিয়া জুটিয়া থাকে প্রকাশের চরিত্রে সে সব গুলি পূর্ণ মাত্রায় (8s ৯) পকাশ পাইয়াছিল। প্ৰকাশ যাইবার সময় বলিল “তবে তুমি যাবে ”। প্রভাত বলিল, না। প্রকাশ বলিল কেন (ম)? প্রভা বল্লাম, ত শরীর ভাল নয়। নয়! তা আসল কথা তুমি আমাদের সঙ্গে গেলে মাটি হয়ে যাবে। মাটি না হয়ে যাওয়াই বােধ করি তােমাদের ভগ্নীর পক্ষে মঙ্গল।
যাক ভাই এসব কথা। মা, তােমাকে আমাদের বাড়ী আজি রাত্রিতে নিমন্ত্রণ করেছেন-যেন তাতে আর অসম্মত হও না [য ন ]।
তবে থিয়েটারে যেতে অনুরােধ করছিল্লে কেন? সাকার ছেড়ে কি না ভাই নিরাকার ভজনায় নিয়ে মার ছিল্লে। (যা ওন) তােমাদের চেনা ভাৰ! | যদি জেরা ( ২২) কর তবে চল্লাম। তােমরা হলে বিদ্বান বুদ্ধিমান কথা কইতে (gni) আশঙ্কা হয়। মা, বল্লেন প্রভাতকে সঙ্গে করে (করিয়া) সন্ধ্যার সময় বাড়ী আনবে (আনিবে),যেন বিলম্ব করে। (কৰিওনা)তাই মনে ভাবিলাম তুমি যদি সঙ্গী হও ত আমার সৎসঙ্গে কাশী বাস হয়, অধিক রাত্রি হইলেও কৈফিয়তের হস্ত হইতে নিস্তার পাইব। তার পর প্রকাশচন্দ্র গুহের মেজের উপর হস্ত স্থিত হাড়ের ছড়িটি তিন কাৰ কিয় বিদায় চাহিয়া [াথi & slid মা পথাৰ ৷ ২শ মা] বলিল, তবে [ন] নিশ্চয়েই যেও ভাই, আমার একটু বিশেষ দরকার আছে নইলে (না হলে) সঙ্গে করেই (করিয়াই) নিয়ে যেতাম [যাইতাম]।
| চতুর্থ পরিচ্ছেদ। শ্বশুর জামতা (সমাপ্ত) বসিয়াছেন। নানা রূপ কথােপকথন (n. al) হইতেছে। পরীক্ষা কেমন (৮) হইল সে সম্বন্ধেও দুই একটা প্রশ্ন উঠিল (স ম স যথা.)।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com