________________
( ৫০৪ ) জুডায় (চক্ষু পরিতৃপ্ত হয়)। দিবানিশি (দিবস ও রাত্রিকালে) যথাক্রমে (ক্রম পুর্বক) রবি শশি গগনে প্রকাশি (আকাশে উদিত হইয়া) বিমল কিরণে ভুবন (জগৎ) উজ্জ্বল করে (আলাকিত করে)। স্থলজ (স্থল জাত) কুসুম জালে (সমুহ) স্থল ভাগ (স্থল প্রদেশ) শােভা করে (শাভিত করে), এবং কমলে (কমল দ্বারা) সরসীর জল (সরাবরের জল) কিবা [কেমন শােভিত হয় ? শ্যামল (সবুজ-শ্যাম বর্ণ) বিটপী দল (বৃক্ষ সমুহ) কিবা শােভা কেমন মনােহর সৈন্দর্য) ধরে (ধারণ করে)? লতার ললিত (মনেহর-রমণীয়) রূপ (আকৃতি) অাখি (চক্ষ) মুগ্ধ করে (মোহিত করে)। বারিধির (সমুদ্রের) শােভার ভাণ্ডার (সৌন্দর্য্যের পুংজ) ভীমরূপ (ভীষণ আকৃতি) দেখে (দেখিয়া) কার [কাহার-কোন্ ব্যক্তির মন বিমােহিত [মুিগ্ধ না হয় ? (অর্থাৎ সকলেরই অন্তঃকরণ মুগ্ধ হইয়া থাকে-জায়] যে ব্যক্তি কোন দিন [দিবস] গিরি আরােহণ করেছে(পর্বতােপরি চড়িয়াছে) সে (সেই ব্যক্তি) ভুধরশােভা (পর্বতের সৌন্দৰ্য) কেমন বিচিত্র কি রূপ চমৎকার যুক্ত, তাহা জানে (অবগত আছে)! কোন স্থানে কোথাও বেগবতী বেগ যুক্ত) স্রোতস্বতিগণ [নদী সকল] অধােমুখে [নিম্ন প্রদেশে] খরবেগে [দ্রত গতিতে] প্রতিক্ষণ বহে[সর্বদা বহিতেছে], কোন স্থানে মৃগ গণ ক্রীড়া করে খেলা করিতেছে); জগতের (সংসারের) এই রূপ (এই পকার) শােভা সমুদয় (সৌন্দৰ্য সকল) ভাবি (ভাবিয়া-চিন্তা করিয়া) ভাবুক ব্যক্তি (সহ্রদয় মানুষ) ভাব রসে ভাসে (ভাব রূপরসে ভাসিতে-বহিতে থাকে) (অর্থাৎ ভাব গ্রাহী ব্যক্তি সকল প্রকৃতির শােভার বিষয় সকল ভাবিয়া [চিন্তা করিয়া] মােহিত হইয়া থাকে।
হবুচন্দ্র রাজা ও গবুচন্দ্র মন্ত্রী।
હબુ ચન્દ્રરાજા અને ગબુ ચન્દ્ર મત્રી, রাজা ছিলেন ওন) বুদ্ধির জালা (সঃ) আর (সন) মন্ত্রী ছিলেন বুদ্ধির তালগাছ (as), দু’জনে (পন) কেউ কাউকে [ান] ছাড়া (l) থাকেন না (২৪া নও).
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com