________________
যা হয়েছে তাই ন্যায়
একজন লােকের বাড়ি আরেকজন পুড়িয়ে দিয়েছে, তাে সেইসময় যদি কেউ জিজ্ঞাসা করে যে ভগবান একি ? এর বাড়ি এই ব্যক্তি পুড়িয়ে দিয়েছে। একি ন্যায় হল, না অন্যায় ? তাতে বলেন, 'ন্যায়। পুড়িয়ে দিয়েছে সেটাই ন্যায়। এখন এতে যদি তার মনে অশান্তি হয় আর মনে করে ও খারাপ লােক, ও এরকম, ও সেরকম তাে এই অন্যায়ের ফল সেই ব্যক্তি পরে পাবে। সে ন্যায়-কে অন্যায় বলেছে ! জগৎ সম্পূর্ণ ন্যায়স্বরূপ-ই। এক মুহূর্তের জন্যেও এতে অন্যায় হয় না।
জগতে ন্যায় খোঁজার জন্যেই তাে পৃথিবীতে এত লড়াই ঝগড়া হয়েছে। জগৎ ন্যায়স্বরূপ। সেইজন্যে এই জগতে ন্যায় খুঁজতে যেওনা। যা হল তাই ন্যায়। যা হয়ে গেছে তাই ন্যায়। এই সমস্ত কোর্ট ইত্যাদি তৈরি হয়েছে শুধু ন্যায় খোঁজার জন্যে। আরে ভাই, ন্যায় হয় কি ? এর পরিবর্তে কি হয়েছে তাই দেখাে। সেটাই ন্যায়।
| ন্যায়স্বরূপ আলাদা আর নিজের এই ফলস্বরূপ আলাদা। ন্যায়অন্যায়ের ফল তাে হিসাব মতাে আসে আর আমরা তার সাথে ন্যায় জুড়তে যাই, তাহলে কোর্টে তাে যেতেই হবে! আর সেখানে গিয়ে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে হয় ! | তুমি কাউকে একটা গালি দিলে সে তােমাকে দু-তিনটে গালি শুনিয়ে দেবে, কারণ ওর মনে তােমার প্রতি ক্রোধ হয়েছে। তাতে লােকেরা কি বলে ? ও কেন তিনটে গালি দিলাে, এ তাে একটাই গালি দিয়েছে। তাে এর মধ্যে ন্যায় কিভাবে হয় ? ওর তােমাকে তিনটি গালি-ই দেওয়ার ছিল, আগের হিসাব চুকিয়ে দিতে হবে কিনা ?
প্রশ্নকর্তা: হ্যা, চুকিয়ে দেয়।
দাদাশ্রী : পরে উশুল করবে, না কি করবে না ? তুমি ওর বাবাকে টাকা ধার দিয়েছিলে, তাে কখনাে সুযােগ পেলে তা উশুল করে নেবে তাে ? কিন্তু ও মনে করবে যে অন্যায় করেছে। এতে প্রকৃতির ন্যায় কি ? পুরানাে হিসাব যা কিছু থাকে তা একত্র করে দেয়। এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দিচ্ছে তাে সেটা প্রকৃতির ন্যায়। তার স্বামী মনে করে