________________
30
যা হয়েছে তাই ন্যায়
যায়। ন্যায় খুঁজতে যায়, তাই-ই বুদ্ধি।
প্রশ্নকর্তা : কিন্তু দাদা, এ জীবনে যা কিছু আসবে তাকেই মেনে নেব ?
দাদাশ্রী: মার খেয়ে মেনে নেওয়া, তার চেয়ে তাে খুশী মনে মেনে নেওয়া ভালাে।
প্রশ্নকর্তা : সংসার আছে, ছেলে আছে, পুত্রবধূ আছে, এ আছে, ও আছে, অর্থাৎ সম্বন্ধ তাে রাখতে হবে।
দাদাশ্রী : হ্যা, সবকিছুই রাখবে। প্রশ্নকর্তা : তাে এদের থেকে আঘাত পেলে কি করতে হবে ?
দাদাশ্রী : সমস্ত সম্বন্ধ রাখবে আর যদি আঘাত আসে তাে তাকে মেনে নেবে। নয়তাে আঘাত এলে আর কি করবে ? অন্য কোন উপায় কি আছে ?
প্রশ্নকর্তা : কিছু নেই, উকিলের কাছে যেতে হবে।
দাদাশ্রী: হ্যা, অন্য আর কি হবে ? উকিল বাঁচাবে না নিজের ফী। নেবে ?
যেখানে যা হয়েছে তাই ন্যায়’, সেখানে বুদ্ধি ‘আউট’
ন্যায় খুঁজতে শুরু করেছে সেই জন্য বুদ্ধি মাথা চাড়া দিয়েছে। বুদ্ধি বুঝে নেবে যে এখন আমাকে ছাড়া চলবে না আর যদি তুমি বলাে, যা হয়েছে তাই ন্যায়, তাহলে বুদ্ধি বলবে ‘এখন এ ঘরে আমার প্রভুত্ব চলবে না। ও বিদায় নিয়ে চলে যাবে। ওর কোন সমর্থক থাকলে সেখানে ঢুকে পড়বে। ওর ওপর আসক্তি আছে এরকম লােক তাে অনেক আছে। এরকম কামনা করে যে আমার বুদ্ধি বাড়ক। আর ওর সামনের পাল্লাতে দুঃখ-জ্বালা বাড়তেই থাকে। সবসময় ব্যালান্স তাে