________________
মানব ধর্ম
(আন্তরিক বিকাশ) তার সেরকম মানবধর্ম হয়। মানব ধর্ম একই প্রকারের হয় না।
কাউকে দুঃখ দেওয়ার সময় এরকম মনে হওয়া উচিৎ যে কেউ আমাকে দুঃখ দিলে কি হবে ? সেইজন্যে দুঃখ দেওয়া বন্ধ করে দেওয়াই মানবতা।
ঘরে অতিথি এলে তখন .... কারাের ঘরে অতিথি হয়ে গেলে গৃহকর্তার কথা ভাবা উচিৎ যে আমার ঘরে পনেরাে দিন যদি কেউ অতিথি হয়ে থাকে তাে আমার কি দশা হবে ? অন্যের বােঝা হবে না। দুদিন থেকে কোন অজুহাত দেখিয়ে অন্যত্র চলে যাবে।
| লােকে শুধু নিজের সুখ নিয়েই ব্যস্ত থাকে। অন্যের সুখ হলে যে আমারও সুখ, এই সমস্ত কথা বিস্মৃতির অতলে চলে যাচ্ছে। অন্যের সুখেই আমি সুখী তা ভুলে গিয়ে শুধুমাত্র নিজের সুখেই মগ্ন হয়ে আছে। আর বলছে আমি তাে চা পেয়েছি তাহলেই হল।
তােমার অন্য কোন দায়িত্ব নেই। কন্দমূল খেতে হয়না –এ তােমার না জানলেও চলবে। কিন্তু এটুকুই যদি জানাে তাে অনেক। তুমি যে দুঃখ পেয়েছাে এরকম দুঃখ অন্য কেউ না পায় এভাবে থাকবে। একে মানবধর্ম বলে। এটুকু ধর্মহ যদি পালন করাে তাে অনেক হয়ে গেল। এখন এই কলিযুগে যে মানবধর্ম পালন করে তাকে মােক্ষের জন্য ছাপ দিয়ে দিতে হয় (মােক্ষের যােগ্য)। কিন্তু সত্যযুগে শুধুমাত্র মানবধর্ম পালন করলেই কাজ হতাে না। এখন তাে কম নম্বরেও পাস করিয়ে দিতে হয়। আমি কি বলতে চাইছি তা বুঝতে পেরেছাে কি ? কিসে পাপহয় আর কিসে হয়না তা বুঝে নিতে হবে। অন্যের উপরে খারাপ দৃষ্টি , সেখানে মানব ধর্ম হারালে!
ফের এর চেয়ে আগে মানব ধর্ম অর্থাৎ কোন মহিলাকে দেখে আকৃষ্ট হলে সাথে সাথেই ভাবনা আসা উচিৎযে আমার বােনের উপর