________________ ‘ভুগছে যে তার ভুল এই যে পকেট মার হলাে, এতে ভুল কার ? এর পকেট কাটলাে না আর তােমার-ই কেন কাটলাে ? তােমাদের দুজনের মধ্যে এখন কে ভুগছে ? যে ভুগছে তারই ভুল।' | ‘ভুগছে যে তার ভুল' এই নীতি মােক্ষে নিয়ে যাবে। কেউ যদি প্রশ্ন করে যে আমি আমার ভুল কি করে বুঝবাে? তাে তাকে আমি শেখাই যে 'তােমার কোথায়। কোথায় ভুগতে হচ্ছে দ্যাখাে ; সে সব-ই তােমার ভুল। তােমার কি ভুল হয়ে থাকবে যার জন্যে এরকম ভুগতে হচ্ছে তা খুজে বের করাে।' এ তাে সারাদিন দুর্ভোগ চলছে, তাে খুঁজে বের করা উচিৎ যে কি কি ভুল হয়েছে ! | এ তাে নিজের ভুলেই বাঁধা পড়ে আছাে ; কোনাে লােক এসে বাঁধেনি। সেই ভুল ভাঙ্গলেই মুক্ত হবে। --দাদাশ্রী 15, 74--4551-27 978938551275 शलदीपक से पल कसे प्रकटे दीपमाला Printed in India dadabhagwan.org Price 15