________________
৩০
ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর
প্রশ্নকর্তা : খারাপ কিছু করে ফেললে তা ধুয়ে ফেলার জন্যে এই কলম তাে খুব শক্তিশালী উপায় রয়েছে ।
দাদাশ্রী : এ তাে খুব বড় পুরুষার্থ । আমি তাে খুব বড় বিজ্ঞান এর মধ্যে দিয়ে প্রকাশ করেছি। কিন্তু এখন লােকেদের বুঝতে হবে তাে। সেইজন্যে এটা অনিবার্য করে দিয়েছি যে এটুকু তােমাকে করতে হবে। বুঝতে যদি নাও পারাে তবু এটা তাে (নয় কলমরূপী ওষুধ) খেয়ে নাও !
প্রশ্নকর্তা : ভিতরের রােগ সেরে যায়।
দাদাশ্রী : হঁ্যা, সেরে যায়। দাদা বলেছেন যে “পড়াে’ তাই শুধুমাত্র পড়বে , তাহলেই অনেক হলাে। এ তাে হজম করার জন্যে নয়। এ তাে পুরিয়া গুলে খেয়ে নিয়ে বুক ফুলিয়ে চলার জন্যে !
প্রশ্নকর্তা : এটা কি ঠিক যে ভাব করলে যােগ্যতা বাড়ে ?
| দাদাশ্রী : ভাব-ই যথার্থ পুরুষার্থ। আর অন্য সব অকাজের কথা। কর্তাপদ তাে বন্ধনপদ, আর এই ভাব তাে মুক্ত করার পদ। এটা করাে, ওটা করাে, সেটা করাে’ - এতে লােকেরা বন্ধনে বেঁধে যায় !
ভাবনা ফল দেয় পরের জন্মে !
প্রশ্নকর্তা : যখন এমন ব্যবহার হয়ে যায় যে আমি কারাের অহংকারকে দুঃখ দিলাম তাে সেইসময় এই কলম বলতে পারি কি যে কারাের অহংকারকে যেন দুঃখ না দিই .... ?
দাদাশ্রী : তখন তাে তুমি ‘চন্দুভাই’-কে বলবে যে, ‘ভাই, প্রতিক্ৰমণ করাে, এর দুঃখ হয়েছে তাকে মুছে দাও। যেখানে কারাের অহংকার আঘাত পেয়েছে এমন লক্ষণ খুব বেশী নেই সেখানে আর অন্য ছােটো ছােটো প্রসঙ্গে তাে কোনাে ঝঞ্চাট করার