________________
মা-বাপ নিজের সন্তানের প্রতি আর গুরু নিজের শিষ্যের প্রতি ক্রোধ করলে তাতে পূণ্যলাভ হয় কারণ এর পিছনে উদ্দেশ্য, তার ভাল করার জন্য, শােধরানাের জন্য। স্বার্থের জন্যে হলে তাতে পাপ-বন্ধন হবে। বীতরাগদের বােধের সূক্ষ্মতা তাে দ্যাখাে!!
প্রস্তুত পুস্তকে ক্রোধ, যা খুব হয়রান করা প্রকট কষায়, তার সম্বন্ধে সমস্ত কথা বিস্তারিতভাবে সংকলিত করে প্রকাশ করা হয়েছে যা বিচক্ষণ পাঠককে ক্রোধ থেকে মুক্ত হতে সম্পূর্ণ সহায়ক হবে, এই কামনা।
-ডঃ নীরুবেহন অমীন।