________________
নগদ পরিণাম, হার্দিক প্রতিক্রমণের প্রশ্নকর্তা ঃ কারাের উপর খুব ক্রোধ হয়ে গেছে, তাে বলে চুপ হয়ে যাই, পরে এই যে বললাম তার জন্যে ভিতরে বার-বার জ্বালা হতে থাকে। এর জন্যে কি একবারের বেশী প্রতিক্ৰমণ করতে হবে?
দাদাশ্রী ও এতে দু-তিনবার সত্যিকারের হৃদয় দিয়ে প্রতিক্ৰমণ করবে আর একদম ভালােভাবে হয়ে গেলে পুরাে হয়ে যাবে। হে দাদা ভগবান! আমার অত্যন্ত ক্রোধ হয়ে গেছে, সামনের ব্যক্তির খুব কষ্ট হয়েছে! এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনার সম্মুখে খুব ক্ষমা প্রার্থনা করছি।
| দোষ, কিন্তু নিপ্রাণ প্রশ্নকর্তা ও অতিক্রমণে যে উত্তেজনা হয়, তা প্রতিক্ৰমণে শান্ত হয়ে যায় কি?
দাদাশ্রী ঃ হ্যা, শান্ত হয়ে যায়। চিকনী (যে চিপকে যায়) ফাইল (গাঢ় হিসাবযুক্ত) হলে সেখানে তাে পাঁচ-পাঁচ হাজার প্রতিক্ৰমণ করতে হয়, তাহলে শান্ত হয়। বিরক্তি বাইরে প্রকাশিত হয় নি কিন্তু ভিতরে অস্থিরতা | তৈরী হয়েছে, তাহলেও যদি আমি তার জন্যে প্রতিক্ৰমণ না করি তাে। ততটা দাগ আমার উপর থেকে যাবে। প্রতিক্রমন করলে পরিস্কার হয়ে যায়। অতিক্রমণ করেছাে এইজন্যে প্রতিক্ৰমণ করাে।
প্রশ্নকর্তা ও কারাের উপর ক্রোধ হয়ে যাওয়ার পরে খেয়াল হয় আর সেই সময় তার কাছে ক্ষমা চেয়ে নিই, তাে তাকে কি বলব?
দাদাশ্রী ঃ এখন জ্ঞান নেওয়ার পরে ক্রোধ হয়ে যায় আর ফের ক্ষমা | চেয়ে নাও তাে কোন অসুবিধা নেই। মুক্ত হয়ে গেলে! আর এরকম সামনে গিয়ে যদি ক্ষমা চাইতে না পার, যদি এরকম হয় তাে মনে চেয়ে নেবে, তাহলেই হবে।
প্রশ্নকর্তা ও প্রত্যক্ষ সবার সামনে ?
দাদাশ্রী ও কোন অসুবিধা নেই। কেউ যদি এরকম না করে আর ভিতরেই প্রতিক্রমণ করে তাহলেও চলবে। কারণ এই দোষ জীবন্ত নয়,
[ ২৮ ]