________________
পারে?
দাদাশ্রী : দেখতে পায় না, সেইজন্যে! মানুষ দেওয়ালে কখন ধাক্কা খায়? যখন সে দেওয়াল দেখতে পায় না তখন ধাক্কা মারে, নয় কি? এইভাবেই যখন অন্তরে দেখা বন্ধ হয়ে যায়, তখন মানুষের ক্রোধ হয়। সামনে রাস্তা খুঁজে পায় না, তাই ক্রোধ হয়ে যায়।
বোধ কাজ করে না, তখন ক্রোধ
ক্রোধ কখন আসে? বলা হয়, ‘দর্শন বন্ধ হয়ে গেলে জ্ঞান-ও বাধাপ্রাপ্ত হয়। তখন ক্রোধ উৎপন্ন হয়।' মান-ও এইরকম। দর্শন বন্ধ হয়ে গেলে জ্ঞান-এ বাধা আসে, তখন মান উৎপন্ন হয়।
প্রশ্নকর্তা : উদাহরণ দিয়ে বোঝালে বেশী সহজ হবে।
দাদাশ্রী : লোকে বলে না যে ‘কি খুব রেগে গেছ?' তখন বলে, ‘আমি কিছু বুঝতে পারছি না, সেইজন্যে রাগ হয়ে যাচ্ছে।' যখন কিছু বুঝতে পারে না, তখন মানুষ রেগে যায়। যার বোধ কাজ করছে সে কি ক্রোধ করবে? ক্রোধ করলে সেই ক্রোধ প্রথম পুরস্কার কাকে দেয়? যেখান থেকে উৎপন্ন হয়েছে ওখানে প্রথমে নিজেকে জ্বালায়, পরে অন্যকে জ্বালায়।
ক্রোধাগ্নি জ্বালায় স্ব-পর কে
ক্রোধ মানে স্বয়ং নিজের ঘরে আগুন লাগানো। নিজের ঘরে ঘাস ভর্তি হয়ে আছে আর তাতে দেশলাই জ্বালায়, তার নাম ক্রোধ। অর্থাৎ প্রথমে নিজে জ্বলে আর পরে প্রতিবেশীকে জ্বালায়। ঘাসের বড়-বড় গাঁটরি কারো ক্ষেতে একত্র করে রাখা আছে, কিন্তু মাত্র একটা দেশলাই জ্বালালে কি হবে ?
প্রশ্নকর্তা : জ্বলে যাবে।
দাদাশ্রী ঃ সেইভাবেই একবার ক্রোধ করলে দু'বছরে যা উপার্জন করেছো তা মাটিতে মিশে যাবে। ক্রোধ মানে প্রকট অগ্নি। ও নিজেও বুঝতে পারে না যে আমি মাটিতে মিশিয়ে দিলাম। কারণ বাহ্য বস্তুর কোন অভাব
[ ১১ ]