________________
নর্মাল ইজ দ্য ফিভার, অ্যাবাভ নর্মাল ইজ দ্য ফিভার, নাইন্টী এইট ইজ দ্য নর্মাল। অর্থাৎ আমার নর্মালিটী-ই চাই।।
ক্রোধীর পরিবর্তে যে ক্রোধ করে না তাকে লােক বেশী ভয় পায়। এর কারণ কি? ক্রোধ বন্ধ হয়ে গেলে প্রতাপ উৎপন্ন হয়, প্রকৃতির এইরকমই নিয়ম! নয়তাে ওকে রক্ষণ দেওয়ার কাউকে পাওয়াই যাবে না! ক্রোধ তাে রক্ষণ ছিল, অজ্ঞানতায় ক্রোধ দ্বারা রক্ষণ হচ্ছিল।
বদমেজাজী লােকের জায়গা শেষে প্রশ্নকর্তা ও সাত্ত্বিক বিরক্তি অথবা সাত্ত্বিক ক্রোধ কি ভাল, না ভাল নয় ?
| দাদাশ্রী ঃ লােকেরা ওকে কি বলবে? এই বাচ্চা-ও ওকে বলবে যে, ‘এ তাে চিড়চিড়-ই করে। বিরক্তি মূখর্তা, ফুলিশনেস! বিরক্ত হওয়াকে। দুর্বলতা বলে। বাচ্চাদের যদি জিজ্ঞাসা করাে যে, তােমার বাবা কিরকম? তখন তারাও বলবে, উনি তাে খুবই চিড়চিড় করেন। বলাে, এখন আবরু বাড়লাে না কমলাে? এরকম দুর্বলতা হওয়া উচিৎ নয়। অর্থাৎ যেখানে সাত্ত্বিকতা থাকবে, সেখানে দুর্বলতা থাকবে না।
ঘরে ছােট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা যায়, তােমার বাড়ীতে প্রথম নম্বর কার? তখন সে খুঁজে বার করবে যে আমার ঠাকুমা বিরক্ত হন না; এইজন্য উনি সবথেকে ভালাে আর ওনার নম্বরই প্রথমে আসবে। এরকম দ্বিতীয়, তৃতীয় করতে করতে বাবার নম্বর একদম শেষে আসে! এরকম কেন? কারণ উনি বিরক্ত হন। চিড়-চিড়ে স্বভাবের, সেইজন্য। আমি বলি, ‘বাবা রােজগার করে খরচা করেন, তবুও ওনার নম্বর শেষে?' তখন ও ‘হ্যা’ বলে। এবার বলাে, পরিশ্রম করাে, খাওয়াও, পয়সা এনে দাও, তবুও শেষ নম্বর তােমারই আসে, না?
ক্রোধ মানে অন্ধত্ব
প্রশ্নকর্তা ও সাধারণভাবে মানুষের ক্রোধ হওয়ার মুখ্য কারণ কি হতে
[১০]