________________
যায় না, সেইজন্যে বলে ক্রোধ হওয়াই দরকার।
মন-ও বিগড়ায় না, সেই বলবান
প্রশ্নকর্তা ঃ তাহলে কেউ যদি আমায় অপমান করে আর আমি চুপ। করে বসে থাকি তাে সেটাকে নির্বলতা বলবে না?
দাদাশ্রী ? না, ওহােহাে! অপমান সহ্য করা, তাকে তাে মহান বলশালী বলবে! এখন আমাকে কেউ গালি দিলে আমার কিছুই হবে না। তার প্রতি মন-ও খারাপ হবে না, এটাই বলবত্তা। আর নির্বলতা তাে এরা সবাই কিকিচ্ করতেই থাকে না, জীবমাত্র লড়াই-ঝগড়া করতেই থাকে, এসবই নির্বলতা বলা হবে। অর্থাৎ অপমান শান্তভাবে সহ্য করা, তা বিরাট বাহাদুরী আর এরকম অপমান একবার পেরিয়ে যেতে পারলে, একটা স্টেপ ডিঙিয়ে যেতে পারলে একশােটা স্টেপ ডিঙিয়ে যাওয়ার শক্তি এসে যায়। কথাটা বুঝতে পারলে তাে ? কেউ যদি বলবান হয় তাে তার সামনে জীবমাত্র নির্বল হয়েই যায়, ওটা তাে তার স্বাভাবিক গুণ। কিন্তু যদি নির্বল মানুষ। আমাকে বিরক্ত করে আর তবুও যদি আমি তার কিছু না করি তাহলে। তাকে বাহাদুরী বলা হবে। | বাস্তবে তাে নির্বলকে রক্ষা করা উচিৎ আর বলবানের মােকাবিলা করা উচিৎ, কিন্তু এই কলিযুগে এরকম মানুষ আর কোথায়! এখন তাে নিবলকেই মারতে থাকে আর বলবানের থেকে পালায়। খুব কম লােক এরকম আছে যারা নির্বলের রক্ষা করে আর বলবানের প্রতিকার করে। এরকম যদি হয় তাে তাকে যােদ্ধা বলে। নয়তাে সারা সংসার কমজোরকেই মারতে থাকে। ঘরে গিয়ে লােক স্ত্রীর উপর বাহাদুরী দেখায়। খুঁটিতে বাঁধা গরুকে মারলে সে কোথায় যাবে? আর খুলে রেখে মারে তাে? পালিয়ে যাবে অথবা মােকাবিলা করবে।
নিজের শক্তি থাকা সত্ত্বেও কেউ যদি অন্যকে উত্যক্ত না করে, নিজের শত্রুকেও উত্যক্ত না করে, তাকে বাহাদুরী বলে। এখন কেউ যদি তােমার উপর ক্রোধ করে আর তুমিও তার উপর ক্রোধ করাে তাে তাকে ভীতু বলবে না কি? অর্থাৎ আমি বলতে চাইছি এই ক্রোধ-মান-মায়া-লােভ এ
[ ৬ ]