________________
উত্তরাধ্যয়ন সুত্র
বিত্তাদি প্রাপ্তির জন্য, স্বপ্রয়োজনে ) য় (ও) অণট ঠাএ ( অপ্রয়োজনে ) ভূয়গামং ( ভূতগ্রামকে = প্রাণিসমূহকে ) বিহিংসঈ ( হিংসা করে = সংহার করে ) ||৮||
তৎপরে সেই কামাসক্ত ব্যক্তি ত্রস ও স্থাবর জীবের প্রতি মন বচন ও কায়ের দ্বারা পীড়ন আরম্ভ করে এবং নিজের প্রয়োজনের জন্য কিংবা নিষ্প্রয়োজনেও প্রাণিসমূহকে বিনাশ করে ||৮||
१०
হিংসে বালে মুসাবাঈ, মাঈল্লে পিস্থণে সঢ়ে । ভুংজমাণে সুরং মংসং, সেয়মেয়ংতি মগ্নই ॥৯॥
( সেই কামাসক্ত ব্যক্তি ) হিংসে ( হিংস্র ) বালে ( অজ্ঞানী ) মুসাবাঈ (মৃষাবাদী = মিথ্যাবাদী ) মাঈল্লে ( কপট = পরবঞ্চক ) পিসুণে ( পিশুন = পরনিন্দুক ) সঢ়ে ( শঠ ) সুরং ( সুরা ) মংসং ( মাংস ) ভুংজমানে ভক্ষণ করিতে থাকিয়া ) এয়ং ( ইহা ) সেয়ম্ ( শ্রেয় = কল্যাণকারী ) ইতি ( এইরূপ ) মগ্নই ( মনে করে )
কামভোগাসক্ত ব্যক্তি হিংস্রস্বভাবযুক্ত অজ্ঞান, মিথ্যাবাদী, কপটাচারী, পরনিন্দুক ও শঠ হইয়া মদ্য ও মাংস ভক্ষণপূর্বক ইহাতেই নিজের কল্যাণ হইবে মনে করে ॥৯॥
কায়সা বয়স৷ মত্তে, বিত্তে গিদ্ধে য় ইখিসু।
দুহও মলং সংচিণঈ, সিস্থণাগো ব্ব মট্টিয়ং ॥১০ ৷৷
কায়সা ( কায়োর জন্য ) বয়সা ( বচনের জন্য ) মত্তে ( প্রমত্ত অর্থাৎ শরীরবল ও বচন বলের জন্য মদন্ধি ) বিত্তে ( ধনসম্পত্তিতে ) য় ( ও ) ইখিসু (স্ত্রীতে) গিদ্ধে (গৃদ্ধ = আসক্ত ) ( ব্যক্তি ) দুহও ( দুইপ্রকারে= রাগদ্বেষরূপ দুইপ্রকারে ) মলং ( মল = কর্মমল ) সংচিণঈ ( সঞ্চয় করে ) ব্ব ( যেমন ) সিস্থণাগো ( শিশুনাগ = মহীলতা, কেঁচো ) মটিয়ং ( মৃত্তিকা ) ( দুইপ্রকারে সঞ্চয় করে অর্থাৎ মৃত্তিকা ভক্ষণ করে ও সূর্যকিরণ হইতে রক্ষা পাইবার জন্য নিজের শরীরের চতুর্দিকে মৃত্তিকা উপচিত করে ) || ১০ |
কামভোগাসক্ত ব্যক্তি শরীরবল ও বচনবলের জন্য দর্পিত হইয়া এবং ধনসম্পত্তি ও স্ত্রীতে ঘোরাসক্ত হইয়া শিশুনাগ নামক ক্বমি যেমন চতুর্দিকে মৃত্তিকা সঞ্চয় ও ভক্ষণ করে তদ্রূপ সেই কামাসক্ত ব্যক্তি রাগ ও দ্বেষ উভয় প্রকারে কর্মমল সঞ্চয় ও সেবন করে || ১০||