________________
উত্তরাধ্যয়ন সূত্র
মুহুং মুহুং ( মুহুমুহু = বারংবার ) মোহগুণে ( মোহগুণকে = মোহোৎপাদক শব্দাদি বিষয়কে) জয়ংতং ( জয় করিতে প্রবৃত্ত ) চরংতং ( সংযম মার্গে বিচরণশীল ) সমণং ( শ্রমণকে ) অনেগরূবা ( অনেকরূপ ) ফাসা ( স্পর্শ = রূপরস শব্দাদি বিষয়সমূহ ) অসমংজসং ( অসমঞ্জস রূপে = প্রতিকূল রূপে ) ফুসংতি ( স্পর্শ করে = অনুভূতি উৎপন্ন করে ) ভিক্খ্ ( ভিক্ষু ) তেসি ( সেই বিষয়াদিতে ) মণসা ( মনের দ্বারা ) ( ও ) ন পউসে ( প্রদ্বেষ করিবে না ) |
মোহোৎপাদক শব্দাদি বিষয় বারংবার জয় করিতে প্রবৃত্ত ও সংযম মার্গে বিচরণশীল সাধু অনেকরূপ প্রতিকূল বিষয়সমূহের অনুভূতি প্রাপ্ত হয় কিন্তু ভিক্ষু সেই বিষয়াদির প্রতি মনের দ্বারা ও প্রদ্বেষ করিবে না অর্থাৎ তদ্বিষয়ে কোন কুচিন্তা করিবে না বা ক্ষুব্ধ হইবে•না ॥১১ ৷৷
৬৪
মংদা' য় ফাসা বহুলোঽণিজ্জা, তহগ্গগারেস্থ মণং ন কুজ্জা৷ রক্জ্জি কোহং বিণএজ্জ মাণং, মায়ং ন সেবেজ্জ পহিজ্জত লোহং ॥ ১২॥
ফাসা ( স্পর্শ= পূর্বশোকে বর্ণিত শব্দাদি বিষয় ) মন্দা ( মন্দ = যাহা বিবেকী পুরুষকেও বিমোহিত করে, বিমুগ্ধকারী ) য় ( ও ) বহুলোহণিজ্জা (বহুলোভনীয় = অত্যন্ত লোভনীয় ) ( হইলেও ) তহল্পগারেসু ( তৎপ্রকার = সেইরূপ ) (শব্দাদি বিষয়ে ) মণং ( মন ) ন কুজ্জা ( করিবে না = দিবে না ) । কোহ ( ক্রোধকে ) রক্জ্জি ( রক্ষা করিবে = নিরোধ করিবে ) মাণং ( মানকে ) বিণএজ্জ ( অপনয়ন করিবে ) মায়ং ( মায়াকে=কপটাচারকে ) ন সেবেজ্জ ( সেবন করিবে না ) লোহং লোভকে ) পহিজ্জ ( পরিহার করিবে ) ॥ ১২॥
শব্দাদি বিষয় অত্যন্ত বিমুগ্ধকারী ও লোভনীয় । তাহাদের প্রতি মনোনিবেশ করিবে না । ক্রোধকে নিরোধ করিবে, মানকে দূর করিবে, মায়া সেবন করিবে না এবং লোভকে পরিত্যাগ করিবে ( পূর্ব শ্লোকে বিষয়াদির প্রতি দ্বেষ করিতে ও বর্তমান শ্লোকে বিষয়াদির প্রতি রাগ করিতে নিষেধ করা হইয়াছে ) ॥ ১২॥
১। “মন্দয়ন্তি বিবেকিনমপি জনমজ্ঞতাং নয়ন্তীতি মন্দাঃ” টাকা ২।
২। ‘বহুলোভনিজ্জা' টীকা ৩।
৩। 'পয়হিজ্জ' টীকা ২। “প্রজহ্যাৎ পরিত্যজে” টীকা ২ ও ৩ ।